আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১৯ এপ্রিল

প্রতিনিধি, জবি

জবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১৯ এপ্রিল
ছবি: আমার দেশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১ম বর্ষের (২০২৫-২০২৬ সেশন) শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৯ এপ্রিল শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ (২১তম) ব্যাচের নবীন শিক্ষার্থীদের ক্লাস ১৯ এপ্রিল শুরু হবে। এছাড়া আজকের বি ইউনিটের ফলাফল ২ দিনের মধ্যে প্রকাশ করার চেষ্টা করবো।’

তিনি আরো বলেন, ‘২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছিল ২২ জুন ২০২৫। এবার ২০২৫-২০২৬ সেশনের ক্লাস দুই মাস এগিয়ে এপ্রিলে নিয়ে আসা হয়েছে। আগামী বছর এটি আরও এগিয়ে এনে সেশন জটের সমস্যা নির্মূল করা হবে।’

ভর্তির ফলাফল নিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সি ও এ ইউনিটের রেজাল্ট নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। আশা করি বি ইউনিটে সেটিও সমাধান করতে সক্ষম হবো।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...