ডিবেট ফর ডেমোক্রেসি
আমার দেশ অনলাইন
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি)।
বিজয়ী দল এমআইইউডিসি’র সদস্যরা বুধবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা ভাইস-চ্যান্সেলরের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমাদের এ তরুণ বিতার্কিকরা নিজেদের আত্মোন্নয়নের পাশাপাশি আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সায়ীদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ডিবেট ক্লাবের মডারেটর রেহানা সুলতানা, ছাত্র বিষয়ক বিভাগের পরিচালক আবদুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেন, আইন বিভাগের শিক্ষক ও সহকারী মডারেটর সুমাইয়া ইসলাম এবং ফার্মেসি বিভাগের শিক্ষক ও সহকারী মডারেটর ববি আক্তার বিথি।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট সুজায়েত উল্লাহ, জেনারেল সেক্রেটারি মাহফুজুর রহমান, দলনেতা আইন বিভাগের শিক্ষার্থী মো. আবু জুবায়ের, সদস্য জিহাদ হোসেন রাহাত (জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ) এবং মাইমুনা বিনতে মাহবুব (ফার্মেসি) সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
শুভেচ্ছা বিনিময় শেষে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বিজয়ী দল ও ক্লাব সদস্যদের সঙ্গে নিয়ে পর্দা টেনে ডিবেট ক্লাব আয়োজিত দেয়ালিকা পত্রিকার মোড়ক উন্মোচন করেন।
প্রসঙ্গত, গত শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সরকারি দল হিসেবে অংশ নেয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা।
বিরোধী দল হিসেবে অংশ নেয় অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা।
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি)।
বিজয়ী দল এমআইইউডিসি’র সদস্যরা বুধবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা ভাইস-চ্যান্সেলরের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমাদের এ তরুণ বিতার্কিকরা নিজেদের আত্মোন্নয়নের পাশাপাশি আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সায়ীদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ডিবেট ক্লাবের মডারেটর রেহানা সুলতানা, ছাত্র বিষয়ক বিভাগের পরিচালক আবদুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেন, আইন বিভাগের শিক্ষক ও সহকারী মডারেটর সুমাইয়া ইসলাম এবং ফার্মেসি বিভাগের শিক্ষক ও সহকারী মডারেটর ববি আক্তার বিথি।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট সুজায়েত উল্লাহ, জেনারেল সেক্রেটারি মাহফুজুর রহমান, দলনেতা আইন বিভাগের শিক্ষার্থী মো. আবু জুবায়ের, সদস্য জিহাদ হোসেন রাহাত (জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ) এবং মাইমুনা বিনতে মাহবুব (ফার্মেসি) সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
শুভেচ্ছা বিনিময় শেষে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বিজয়ী দল ও ক্লাব সদস্যদের সঙ্গে নিয়ে পর্দা টেনে ডিবেট ক্লাব আয়োজিত দেয়ালিকা পত্রিকার মোড়ক উন্মোচন করেন।
প্রসঙ্গত, গত শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সরকারি দল হিসেবে অংশ নেয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা।
বিরোধী দল হিসেবে অংশ নেয় অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে