চীনে উচ্চশিক্ষা সফর
প্রতিনিধি, শাবিপ্রবি
চীনের উচ্চশিক্ষা প্রোগ্রামে অংশগ্রহণ নিয়ে শেষ মুহূর্তে অনিশ্চয়তার মুখে পড়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. হায়দর আলী। সরকারি ছাড়পত্র (জিও) না পাওয়ায় তারা এবার চীনে যেতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
শনিবার (৫ জুলাই) দুপুরে শাবিপ্রবির পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
জানা গেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফয়েজের নেতৃত্বে ২০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী ৬ থেকে ১১ জুলাই চীনের কুনমিং, উহান ও গঞ্জু প্রদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় সফর করবেন। সফরে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক এবং পারস্পরিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
প্রতিনিধি দলের সদস্য হিসেবে উল্লিখিত দু’উপাচার্য গত জুন মাসে সরকারি ছাড়পত্রের জন্য আবেদন করেন। তবে এখন পর্যন্ত তারা জিও পাননি, যদিও দলের বাকি সদস্যরা ইতোমধ্যেই ছাড়পত্র পেয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হায়দর আলী গণমাধ্যমকে বলেন, ‘আমি ২৫ জুন আবেদন করেছি, কিন্তু এখনও ছাড়পত্র পাইনি।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘চীনের উচ্চশিক্ষা সফরে অংশ নিতে ২৩ জুন আবেদন করেছিলাম। এখনো জিও পাইনি। সরকারের অনুমোদন পেলেই অংশগ্রহণ করব।’
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) নুরুন আখতার গণমাধ্যমকে জানান, ‘গত বৃহস্পতিবার আমরা সামারি তৈরি করে রেখেছি। তবে এখনো চ্যান্সেলরের অনুমোদন আসেনি। অনুমোদন না থাকায় ছাড়পত্র ইস্যু করা যাচ্ছে না।’
চীনের উচ্চশিক্ষা প্রোগ্রামে অংশগ্রহণ নিয়ে শেষ মুহূর্তে অনিশ্চয়তার মুখে পড়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. হায়দর আলী। সরকারি ছাড়পত্র (জিও) না পাওয়ায় তারা এবার চীনে যেতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
শনিবার (৫ জুলাই) দুপুরে শাবিপ্রবির পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
জানা গেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফয়েজের নেতৃত্বে ২০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী ৬ থেকে ১১ জুলাই চীনের কুনমিং, উহান ও গঞ্জু প্রদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় সফর করবেন। সফরে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক এবং পারস্পরিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
প্রতিনিধি দলের সদস্য হিসেবে উল্লিখিত দু’উপাচার্য গত জুন মাসে সরকারি ছাড়পত্রের জন্য আবেদন করেন। তবে এখন পর্যন্ত তারা জিও পাননি, যদিও দলের বাকি সদস্যরা ইতোমধ্যেই ছাড়পত্র পেয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হায়দর আলী গণমাধ্যমকে বলেন, ‘আমি ২৫ জুন আবেদন করেছি, কিন্তু এখনও ছাড়পত্র পাইনি।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘চীনের উচ্চশিক্ষা সফরে অংশ নিতে ২৩ জুন আবেদন করেছিলাম। এখনো জিও পাইনি। সরকারের অনুমোদন পেলেই অংশগ্রহণ করব।’
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) নুরুন আখতার গণমাধ্যমকে জানান, ‘গত বৃহস্পতিবার আমরা সামারি তৈরি করে রেখেছি। তবে এখনো চ্যান্সেলরের অনুমোদন আসেনি। অনুমোদন না থাকায় ছাড়পত্র ইস্যু করা যাচ্ছে না।’
যন্ত্রকৌশল ও এপ্লাইড সায়েন্স বিষয়ক ৩ দিনব্যাপী ৩য় “International Conference on Mechanical Engineering and Applied Science (ICMEAS 2025)” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শনিবার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)’র শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে সমাপ্ত হয়েছে।
১ ঘণ্টা আগেজ্ঞান-তাপস ডক্টর শহীদুল্লাহ্র জ্ঞানের সীমানা বহু বিস্তৃত ছিল। তিনি মানববিদ্যার নানা শাখায় বিচরণ করেন; যেমন সমাজ, ধর্ম, শিক্ষা, সাহিত্য, ভাষা, সংস্কৃতি, পুরাতত্ত্ব প্রভৃতি। কোনো কোনো বিষয়ে তার সাফল্য অসামান্য।
৩ ঘণ্টা আগেএ বিষয়ে নিহত শিক্ষার্থীর বন্ধু ইনসানুল ইমাম একটি ফেসবুক লাইভে এসে বলেন, ‘সাজিদ আমার খুব কাছের বন্ধু। সে সাঁতার জানত, পানিতে ডুবে মারা যাবে এটা বিশ্বাস করি না। আমি তাকে বিকেল ৫টা ৫১ মিনিটে ফোন করি, ফোন রিসিভ হয় এবং ২৪ সেকেন্ড সংযোগ থাকে, কিন্তু কোনো আওয়াজ পাইনি। অথচ ওই সময় থেকেই পুকুরে তার লাশ ভেসে
১৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এএফ রহমান হলে ‘ছাত্রলীগের কালো অধ্যায়’ শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী দেয়ালিকা উন্মোচন করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) রাতে হলে আনুষ্ঠানিকভাবে দেয়ালিকাটির উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কাজী মাহফুজুল হক সুপন।
১৯ ঘণ্টা আগে