মতবিনিময়ে যবিপ্রবি উপাচার্য
স্টাফ রিপোর্টার, যশোর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেছেন, আমাদের মূল লক্ষ্য যবিপ্রবিকে শিক্ষা ও গবেষণায় বিশ্বমানে উন্নীত করা এবং দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষার্থীদের প্রস্তুত করা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।
মো. আব্দুল মজিদ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে এটি একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যে উল্লেখযোগ্য অর্জন করেছে। টাইমস হায়ার এডুকেশন ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৫’ অনুযায়ী বাংলাদেশে যবিপ্রবি শীর্ষস্থান অর্জন করেছে।
এছাড়া ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৫’-এ বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং কিউএস এশিয়া র্যাংকিংয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে। বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষক স্থান পেয়েছেন, যা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।
তিনি আরো বলেন, ক্যাম্পাসকে র্যাগিং ও রাজনীতিমুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের গবেষণামুখী করতে চালু করা হয়েছে মাস্টার্স থিসিস ফেলোশিপ।
উপাচার্য জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে যবিপ্রবিতে ৩০৬ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় সিএসই বিভাগে নতুন ভবন, ইনকিউবেশন সেন্টার ও ল্যাব নির্মাণ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা থামাতে চাইলেও আমরা উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাব। যশোর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কল্যাণে যবিপ্রবি কাজ করে যাবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেছেন, আমাদের মূল লক্ষ্য যবিপ্রবিকে শিক্ষা ও গবেষণায় বিশ্বমানে উন্নীত করা এবং দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষার্থীদের প্রস্তুত করা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।
মো. আব্দুল মজিদ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে এটি একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যে উল্লেখযোগ্য অর্জন করেছে। টাইমস হায়ার এডুকেশন ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৫’ অনুযায়ী বাংলাদেশে যবিপ্রবি শীর্ষস্থান অর্জন করেছে।
এছাড়া ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৫’-এ বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং কিউএস এশিয়া র্যাংকিংয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে। বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষক স্থান পেয়েছেন, যা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।
তিনি আরো বলেন, ক্যাম্পাসকে র্যাগিং ও রাজনীতিমুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের গবেষণামুখী করতে চালু করা হয়েছে মাস্টার্স থিসিস ফেলোশিপ।
উপাচার্য জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে যবিপ্রবিতে ৩০৬ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় সিএসই বিভাগে নতুন ভবন, ইনকিউবেশন সেন্টার ও ল্যাব নির্মাণ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা থামাতে চাইলেও আমরা উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাব। যশোর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কল্যাণে যবিপ্রবি কাজ করে যাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
১ ঘণ্টা আগেসমাবেশে জোবায়েদের সহপাঠী সজল খান বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা ও মাহির নয়, এই ঘটনায় বর্ষার পরিবারও জড়িত। গতকাল আদালতে আমাদের সঙ্গে পুলিশের আচরণ ছিল অমানবিক। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয়। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।”
২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনের মামলায় বুয়েটের ২১তম ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে জামিনের বিষয়ে অধিকতর শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন বিচার
২ ঘণ্টা আগে