আমার দেশ অনলাইন
শিক্ষকতা, গবেষণা এবং একাডেমিক নেতৃত্বে ৪৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন দেশের প্রখ্যাত অধ্যাপক ড. এম আর কবির ১০ জুলাই ২০২৫ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য পদে যোগদান করেছেন।
ডিআইইউ বোর্ড অব ট্রাস্টি একই দিনে তার যোগদান গ্রহণ করেছে। ৩০ জুন ২০২৫ তারিখে জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অধ্যাপক ড. এম আর কবিরকে পরবর্তী চার বছরের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োদ প্রদান করা হয়।
এর আগে তিনি ২০২১ সালের জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডিআইইউতে যোগদানের আগে তিনি টানা চার মেয়াদে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ড. এম আর কবির বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ প্রকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক থাকাকালীন প্রাথমিক অবসর গ্রহণ করেন। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিন্ডিকেটের সদস্য এবং ২০১৬ সাল থেকে তিনি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এর সদস্য।
তিনি ২০১৪-২০১৬ সাল পর্যন্ত বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট (আইডিিবøউএফএম)-এর বোর্ড অব গভর্নরস-এর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। একজন ভিজিটিং ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি এবং স্কলার হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়, কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের ডেলফ্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি (টিইউ ডেলফ্ট) এর সাথে সম্পৃক্ত ছিলেন।
তিনি ১৯৮০ সালে ভারতের রুরকি বিশ্ববিদ্যালয় (বর্তমানে আইআইটি রুরকি) থেকে ইঞ্জিনিয়ারিং (সিভিল) এ স্নাতক এবং ১৯৮৪ সালে বুয়েট থেকে বিজ্ঞানে (পানি সম্পদ প্রকৌশল) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৫ সালে ইউনেস্কো ফেলোশিপের মাধ্যমে ভারতের মাদ্রাজের আন্না বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা (পানিবিদ্যা এবং পানি সম্পদ প্রকৌশল) সম্পন্ন করেন। তিনি বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অফ লুভেন (কটখ) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেন।
সুদীর্ঘ কর্মজীবনে ড. এম আর কবির অসংখ্য প্রকল্প ও থিসিসের উপর ব্যাপক গবেষণা এবং তত্ত্বাবধান করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল, সম্মেলনের কার্যবিবরণী এবং প্রতিবেদনে ৪৯টি প্রযুক্তিগত প্রকাশনা লিখেছেন।
শিক্ষা ক্ষেত্রে তার অসাধারণ কর্মক্ষমতা এবং অবদানের জন্য তিনি ২০১৫-২০১৭, ২০১৭-২০১৯ এবং ২০১৯-২০২১ পর্যন্ত টানা তিন মেয়াদে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিশ্ববিদ্যালয় সমিতির বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান নিযুক্ত ছিলেন।
পারিবারিক জীবনে তিনি ফারহানা হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তার একছেলে ও এক নাতনী রয়েছে।
শিক্ষকতা, গবেষণা এবং একাডেমিক নেতৃত্বে ৪৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন দেশের প্রখ্যাত অধ্যাপক ড. এম আর কবির ১০ জুলাই ২০২৫ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য পদে যোগদান করেছেন।
ডিআইইউ বোর্ড অব ট্রাস্টি একই দিনে তার যোগদান গ্রহণ করেছে। ৩০ জুন ২০২৫ তারিখে জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অধ্যাপক ড. এম আর কবিরকে পরবর্তী চার বছরের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োদ প্রদান করা হয়।
এর আগে তিনি ২০২১ সালের জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডিআইইউতে যোগদানের আগে তিনি টানা চার মেয়াদে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ড. এম আর কবির বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ প্রকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক থাকাকালীন প্রাথমিক অবসর গ্রহণ করেন। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিন্ডিকেটের সদস্য এবং ২০১৬ সাল থেকে তিনি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এর সদস্য।
তিনি ২০১৪-২০১৬ সাল পর্যন্ত বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট (আইডিিবøউএফএম)-এর বোর্ড অব গভর্নরস-এর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। একজন ভিজিটিং ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি এবং স্কলার হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়, কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের ডেলফ্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি (টিইউ ডেলফ্ট) এর সাথে সম্পৃক্ত ছিলেন।
তিনি ১৯৮০ সালে ভারতের রুরকি বিশ্ববিদ্যালয় (বর্তমানে আইআইটি রুরকি) থেকে ইঞ্জিনিয়ারিং (সিভিল) এ স্নাতক এবং ১৯৮৪ সালে বুয়েট থেকে বিজ্ঞানে (পানি সম্পদ প্রকৌশল) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৫ সালে ইউনেস্কো ফেলোশিপের মাধ্যমে ভারতের মাদ্রাজের আন্না বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা (পানিবিদ্যা এবং পানি সম্পদ প্রকৌশল) সম্পন্ন করেন। তিনি বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অফ লুভেন (কটখ) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেন।
সুদীর্ঘ কর্মজীবনে ড. এম আর কবির অসংখ্য প্রকল্প ও থিসিসের উপর ব্যাপক গবেষণা এবং তত্ত্বাবধান করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল, সম্মেলনের কার্যবিবরণী এবং প্রতিবেদনে ৪৯টি প্রযুক্তিগত প্রকাশনা লিখেছেন।
শিক্ষা ক্ষেত্রে তার অসাধারণ কর্মক্ষমতা এবং অবদানের জন্য তিনি ২০১৫-২০১৭, ২০১৭-২০১৯ এবং ২০১৯-২০২১ পর্যন্ত টানা তিন মেয়াদে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিশ্ববিদ্যালয় সমিতির বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান নিযুক্ত ছিলেন।
পারিবারিক জীবনে তিনি ফারহানা হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তার একছেলে ও এক নাতনী রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে