আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাকৃবিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
গাকৃবিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ও বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৫তম মহান বিজয় দিবস ২০২৫।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ৩৬শে জুলাই চত্বর থেকে জাতীয় পতাকা উত্তোলন ও সুশৃঙ্খল মার্চপাস্টের মাধ্যমে।

বিজ্ঞাপন

এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে দেশপ্রেম ও বিজয়ের আবেশ।

সকাল ৯টা ১৫ মিনিটে গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য বিজয় দিবসের আনন্দ র‌্যালি। র‌্যালি শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। পরে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ও হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষার্থীবৃন্দ, কর্মকতা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ।

পরবর্তীতে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সন্তানদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে শিশুকিশোরদের রং তুলির আঁচড়ে ফুটে ওঠে মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা।

একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকগণের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হল সংলগ্ন মাঠে বিভিন্ন ইভেন্টে প্রীতি খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলা শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে একটি সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিন, পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি ও সেক্রেটারি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টরসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ। দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ গৌরব ও অহংকারের প্রতীক। ১৯৭১ সালে লাখো সূর্য সন্তান শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের শুধু একটি ভূখণ্ড নয়, দিয়েছে আত্মপরিচয়, মর্যাদা ও আত্মবিশ্বাস। এদিক থেকে ১৬ই ডিসেম্বরের মহান বিজয় এবং ২৪’র গণঅভ্যুত্থানের ৫ই আগস্টের বিজয় যেন একই সূত্রে গাঁথা। কারণ দুটি বিজয়ই অর্জিত হয়েছে বৈষম্যের প্রতিরোধী চেতনার মাধ্যমে। উপাচার্য আরও বলেন, বিজয়ের চেতনা ধারণের অর্থ শুধু উৎসব পালন নয়, বরং মুক্তিযুদ্ধের আদর্শকে হৃদয়ে লালন করে সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধের মাধ্যমে জাতি গঠনে আত্মনিয়োগ করা। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অঙ্গীকারবদ্ধ।”

আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য। দিনের কর্মসূচির শেষ পর্বে বাদ যোহর মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি ও সঞ্চালক পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন