
প্রতিনিধি, ইবি

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামে "গ্লোবাল স্ট্রাইক ফর গাজা" কে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে "From the river to the sea, Palestine will be free" স্লোগানকে সামনে রেখে শতাধিক শিক্ষার্থী নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেখান থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পার্শ্ববর্তী এলাকা শেখপাড়া বাজার প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে শিক্ষার্থীরা 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার', 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন', 'দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো', 'বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', 'ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে', 'ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো', 'বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েল ও নেতানিয়াহু সরকারকে বিচারের মুখোমুখি করতে হবে।
তারা বলেন, শুধু গাজাবাসী নয়, সমগ্র বিশ্বমানবতাই আজ দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম হামলার শিকার। যেসব বিশ্বনেতারা সবসময় মানবতার কথা বলেন, আজ তারা নীরব। ফিলিস্তিনের ক্ষেত্রে তাদের মানবতার মুখোশ খুলে গেছে।
বক্তারা আরও বলেন, বিশ্ব মানবতার এই সংকটময় সময়ে আমাদের সবাইকে নির্যাতিত ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো মূল্যে দখলদার ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে।

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামে "গ্লোবাল স্ট্রাইক ফর গাজা" কে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে "From the river to the sea, Palestine will be free" স্লোগানকে সামনে রেখে শতাধিক শিক্ষার্থী নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেখান থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পার্শ্ববর্তী এলাকা শেখপাড়া বাজার প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে শিক্ষার্থীরা 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার', 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন', 'দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো', 'বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', 'ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে', 'ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো', 'বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েল ও নেতানিয়াহু সরকারকে বিচারের মুখোমুখি করতে হবে।
তারা বলেন, শুধু গাজাবাসী নয়, সমগ্র বিশ্বমানবতাই আজ দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম হামলার শিকার। যেসব বিশ্বনেতারা সবসময় মানবতার কথা বলেন, আজ তারা নীরব। ফিলিস্তিনের ক্ষেত্রে তাদের মানবতার মুখোশ খুলে গেছে।
বক্তারা আরও বলেন, বিশ্ব মানবতার এই সংকটময় সময়ে আমাদের সবাইকে নির্যাতিত ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো মূল্যে দখলদার ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে।

আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
২ ঘণ্টা আগে
সংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৫ ঘণ্টা আগে