ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যুতে এক দিনের শোক পালনের ঘোষণা

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০১: ১৪
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০১: ১৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুতে আজ রোববার বিশ্ববিদ্যালয়ে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সিদ্ধান্ত অনুযায়ী, ওইদিন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাজ ধারণ করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সাজিদের রুহের মাগফিরাত কামনায় বাদ জোহর ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক কার্যক্রম যথারীতি চলবে। পূর্বঘোষিত ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত