আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্র্যাক ইউনিভার্সিটিতে আর্থিক সাক্ষরতা বিষয়ে আন্তর্জাতিক কনফারেন্স

স্টাফ রিপোর্টার

ব্র্যাক ইউনিভার্সিটিতে আর্থিক সাক্ষরতা বিষয়ে আন্তর্জাতিক কনফারেন্স

ব্র্যাক ইউনিভার্সিটিতে “ফাইনান্সিয়াল লিটারেসি অন ইকোনোমিক ওয়েলবিয়িং ২০২৫” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনের মূল লক্ষ্য ছিল আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা এবং এটি কীভাবে সামগ্রিক অর্থনৈতিক কর্মক্ষমতা ও কল্যাণ বৃদ্ধিতে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা করা।

বিজ্ঞাপন

রোববার ব্র্যাক ইউনিভার্সিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক বিজনেস স্কুল (বিবিএস) এর উদ্যোগে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের ৬০ জন শিক্ষক এবং গবেষক তাদের বিস্তারিত সারাংশ ও পূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনে ইন্ডাস্ট্রি পেশাজীবী এবং নীতিনির্ধারক ও শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকগণ অংশ নেন।

এই সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার হিউম্যান ইকোলোজি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ফাজলি বিন সাবরি।

এছাড়া কনফারেন্সের প্লেনারি সেশনে আলোচনা করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ হেলাল উদ্দিন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের চেয়ারপারসন মোঃ মুসফিকুর রহমান এবং ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর।

এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। তারা “এমপাওয়ারিং ইনডিভিজুয়ালস অ্যান্ড অরগানাইজেশন্স থ্রু ফাইনান্সিয়াল লিটারেসি, কম্পিটেন্সি, ইনক্লুশন অ্যান্ড ডিজিটালাইজেশন” শীর্ষক আলোচনায় অংশ নেন।

কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য দেন ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফারহাত আনোয়ার। তিনি একাডেমিকস, ইন্ডাস্ট্রি পেশাজীবী এবং নীতিনির্ধারকদের মধ্যে আরও গভীর সহযোগিতা এবং কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এই সম্মেলনের কর্পোরেট পার্টনার হিসেবে ছিল আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), বিকাশ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন