প্রতিনিধি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে রোডম্যাপ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এ সময় তিনি বলেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে ছাত্র সংসদের সংবিধানের খসড়া প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। পরবর্তীতে সরকার কর্তৃক গেজেট প্রকাশের পর নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।'
এরআগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসে কয়েকজন শিক্ষার্থী।
গত বছর আগস্টে স্বৈরাচারী সরকার পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ গঠনের দাবি জোরদার হতে থাকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে ছাত্রসংসদের রোডম্যাপ ঘোষণা করার জন্য রোববার পর্যন্ত আল্টিমেটাম দেয় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে নানা জটিলতায় এসব দাবি ও রোডম্যাপ ঘোষণা করতে না পারায় আজ আমরণ অনশনে বসে শিক্ষার্থীরা। পরে বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের অনশনস্থলে উপস্থিত হয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।
নির্বাচনী রোডম্যাপে বলা হয়েছে, গেজেট প্রকাশের পর ৩ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ৫ কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন, ১৫ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ৫ কর্মদিবসের মধ্যে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পরবর্তী ১৬ কর্মদিবসের মধ্যে সংবিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ, দাখিল, যাচাই বাছাই, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর পরবর্তী ১০ কর্মদিবস পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। রোডম্যাপ অনুযায়ী, গেজেট প্রকাশের সর্বোচ্চ ৫৪ কর্মদিবসের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। এতে সম্ভাব্য নির্বাচনের তারিখ ধরা হয়েছে ১১ ডিসেম্বর ২০২৫।
তবে নির্বাচনী রোডম্যাপে আপত্তি জানিয়ে ১৮ নভেম্বরের মধ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে অনশন অব্যাহত রাখার ঘোষণা দেয় শিক্ষার্থীরা৷
শিক্ষার্থীদের দাবি, ৯ সেপ্টেম্বরের মধ্যে খসড়া সংবিধি প্রস্তুত,২ কর্ম দিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন,৩ কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন, পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত, চূড়ান্ত তালিকা প্রকাশের পর পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে তফসিল ঘোষণা এবং পরবর্তী ১৪ কর্মদিবসের মধ্যে সংবিধি অনুযায়ী নির্বাচন কার্যক্রম গ্রহণ করে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে নির্বাচনী প্রচারণা সম্পন্ন করে ১৮ নভেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
এসময় নির্বাচনের তারিখ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ আশ্বাসের প্রেক্ষিতে অনশন ভাঙেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্বাচন আয়োজনের জন্য সরকারের গেজেট প্রকাশ জরুরি। গেজেট প্রকাশের পরই সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী সমস্ত কার্যক্রম শুরু হবে। আমি আশা করি, শিক্ষার্থীরাও ধৈর্য ধরবেন এবং দায়িত্বশীল আচরণ করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে রোডম্যাপ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এ সময় তিনি বলেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে ছাত্র সংসদের সংবিধানের খসড়া প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। পরবর্তীতে সরকার কর্তৃক গেজেট প্রকাশের পর নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।'
এরআগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসে কয়েকজন শিক্ষার্থী।
গত বছর আগস্টে স্বৈরাচারী সরকার পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ গঠনের দাবি জোরদার হতে থাকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে ছাত্রসংসদের রোডম্যাপ ঘোষণা করার জন্য রোববার পর্যন্ত আল্টিমেটাম দেয় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে নানা জটিলতায় এসব দাবি ও রোডম্যাপ ঘোষণা করতে না পারায় আজ আমরণ অনশনে বসে শিক্ষার্থীরা। পরে বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের অনশনস্থলে উপস্থিত হয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।
নির্বাচনী রোডম্যাপে বলা হয়েছে, গেজেট প্রকাশের পর ৩ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ৫ কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন, ১৫ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ৫ কর্মদিবসের মধ্যে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পরবর্তী ১৬ কর্মদিবসের মধ্যে সংবিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ, দাখিল, যাচাই বাছাই, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর পরবর্তী ১০ কর্মদিবস পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। রোডম্যাপ অনুযায়ী, গেজেট প্রকাশের সর্বোচ্চ ৫৪ কর্মদিবসের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। এতে সম্ভাব্য নির্বাচনের তারিখ ধরা হয়েছে ১১ ডিসেম্বর ২০২৫।
তবে নির্বাচনী রোডম্যাপে আপত্তি জানিয়ে ১৮ নভেম্বরের মধ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে অনশন অব্যাহত রাখার ঘোষণা দেয় শিক্ষার্থীরা৷
শিক্ষার্থীদের দাবি, ৯ সেপ্টেম্বরের মধ্যে খসড়া সংবিধি প্রস্তুত,২ কর্ম দিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন,৩ কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন, পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত, চূড়ান্ত তালিকা প্রকাশের পর পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে তফসিল ঘোষণা এবং পরবর্তী ১৪ কর্মদিবসের মধ্যে সংবিধি অনুযায়ী নির্বাচন কার্যক্রম গ্রহণ করে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে নির্বাচনী প্রচারণা সম্পন্ন করে ১৮ নভেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
এসময় নির্বাচনের তারিখ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ আশ্বাসের প্রেক্ষিতে অনশন ভাঙেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্বাচন আয়োজনের জন্য সরকারের গেজেট প্রকাশ জরুরি। গেজেট প্রকাশের পরই সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী সমস্ত কার্যক্রম শুরু হবে। আমি আশা করি, শিক্ষার্থীরাও ধৈর্য ধরবেন এবং দায়িত্বশীল আচরণ করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে