ইউজিসির তদন্ত কমিটি গঠন, নিয়োগ স্থগিতের নির্দেশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১৪

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে একাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন এবং নিয়োগ প্রক্রিয়া স্থগিতের নির্দেশনার পর এই সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয়টি।

বিজ্ঞাপন

জানা গেছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার নির্ধারিত সময় ছিল শুক্র ও শনিবার। তবে আগের দিন বৃহস্পতিবার অনিবার্য কারণবশত এই নিয়োগ পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।

এর আগে বুধবার এই নিয়োগে অনিয়ম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইউজিসি চেয়ারম্যানের কাছে তদন্ত করতে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ও ১৩ সেপ্টেম্বর তারিখের সকল পদের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে৷ নিয়োগ পরীক্ষার নতুন তারিখ শিগগিরই জানিয়ে দেয়া হবে।

জানা যায়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়ম নিয়ে গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী পরিচয়ে মো. আব্দুল হান্নান নামে এক ব্যক্তি শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নজিরবিহীন দলীয়করণের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম স্থগিত করণ, অনিয়ম দুর্নীতির বিষয়ে তদন্ত-পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক ৩ পৃষ্ঠার একটি লিখিত অভিযোগ করেছিলেন। তার এই অভিযোগটি আমলে নিয়ে বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্ত করতে ইউজিসি চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, এই অভিযোগের প্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের (ভিসি) বিরুদ্ধে আনীত অনিয়ম ও দুর্নীতি অভিযোগের (নিয়োগ দুর্নীতি, আর্থিক, স্বজনপ্রীতি) বিষয়ে ব্যবস্থা গ্রহণের নিমিত্ত তদন্তপূর্বক সুপারিশসহ মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

এদিকে বৃহস্পতিবার ইউজিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত পত্র মারফত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুর রশীদ ও উপ-উপাচার্য মুহাম্মদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে মাদ্রাসা পরিদর্শন অধিভুক্তি, প্রাথমিক পাঠদান অনুমোদন এবং নিয়োগ প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের জন্য ঘুষ দাবির বিষয়টি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনকে অনুরোধ করা হয়। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মিডিয়ায় জনবল নিয়োগে অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে এ বিষয়ে কমিশন একটি তদন্ত কমিটি গঠন করেছে। এমতাবস্থায়, সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং জনপরিসরে বিতর্ক এড়াতে বিজ্ঞাপিত সকল পদের জনবল নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিতকরণের জন্য অনুরোধ করা করে ইউজিসি।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত