কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বুয়েটে বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৭: ৫৩

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১টায় বুয়েটের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পলাশী দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের সড়ক হয়ে রাজু ভাস্কর্যে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

এসময় বুয়েটের শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নিয়ে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙ্গার জন্য অন্তর্বর্তীকালীন সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের নামে মামলা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

বক্তব্য প্রদানকালে বুয়েটের শিক্ষার্থী আল ফারাবী বলেন, কুয়েট শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবির প্রতি বুয়েট শিক্ষার্থীরা পূর্ণ সংহতি প্রকাশ করছে। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জোরালোভাবে দাবি জানাই কুয়েটের শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নিয়ে তাদের অনশন ভঙ্গের ব্যবস্থা করা হোক। পাশাপাশি প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন।

এদিকে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে #BUETiansStandWithKUETians #StandWithKUET হ্যাশট্যাগ ব্যবহার করছেন।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত