তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকবই উন্মোচন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শোকবইটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
শোকবই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভসহ অনেকেই।
অনুষ্ঠানের শুরুতে নাছির উদ্দীন নাছির বেগম খালেদা জিয়াকে নিয়ে শোকলিপি লিখে কর্মসূচির উদ্বোধন করেন। পরে পর্যায়ক্রমে গণেশ চন্দ্র রায় সাহস ও নাহিদুজ্জামান শিপন শোকবইতে স্বাক্ষর করেন।
এ সময় নাছির উদ্দীন নাছির বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পাশাপাশি বেগম খালেদা জিয়া বাংলাদেশের শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের শিক্ষা ও অগ্রগতির ক্ষেত্রে তিনি বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন। সাধারণ শিক্ষার্থীরা যেন বেগম খালেদা জিয়াকে নিয়ে তাদের চিন্তা-ভাবনা ও অনুভূতি শোকবইতে লিপিবদ্ধ করতে পারেন- সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এ ঘটনার মাধ্যমে মনে হয় ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কাছে ভারত সরকার একপ্রকার মাথানত করেছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান নেওয়া উচিত।
আয়োজকরা জানান, শোকবইটি এই স্থানে আগামী ৫ ও ৬ জানুয়ারি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

