প্রতিনিধি, জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জোরালোভাবে দাবি জানিয়েছে, সংবিধি অনুমোদনের ৪৫ দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সম্পন্ন করতে হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনটির মুখ্য সংগঠক ফেরদৌস শেখ অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিয়ে আসছে, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই। তিনি বলেন, গত ১৪ মে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর কিছু প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনো কার্যকর হয়নি। ৭ একরের অস্থায়ী আবাসন প্রকল্পে মাটি ভরাট সম্পন্ন হয়নি,দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম শুরু হয়নি,এমনকি সম্পূরক বৃত্তিও বাজেটে অন্তর্ভুক্ত হয়নি।
সবচেয়ে বড় ক্ষোভ দেখা দিয়েছে জকসু নির্বাচন নিয়ে। ফেরদৌস শেখ বলেন, ছাত্রসংসদের সংবিধি ইতোমধ্যে পাস হলেও তা এখনো মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। ভোটার তালিকা প্রস্তুত না থাকায় নির্বাচনের প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছে। তার ভাষায়, “আমরা মনে করি প্রশাসনের উদাসীনতার কারণেই শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।”
বাগছাসের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা যে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে তা হলো—
১. বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সরকারের সঙ্গে সমন্বয় করে সম্পূরক বৃত্তির স্পষ্ট ঘোষণা দেবে, কবে থেকে শিক্ষার্থীরা এ বৃত্তি পাবে।
২. আগামী এক সপ্তাহের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ও ভোটার তালিকা প্রণয়ন শুরু করতে হবে, এবং সংবিধি অনুমোদনের ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।
৩. ইউজিসি ও মন্ত্রণালয়কে সাত কার্যদিবসের মধ্যে জকসুর সংবিধি অনুমোদন করতে হবে। ডাকসু, জাকসু, রাকসু ও চকসুর মতো জকসু নির্বাচনও অবশ্যম্ভাবী করতে হবে।
৪. দ্বিতীয় ক্যাম্পাসের কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।
৫. ৭ একরের অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে ফেরদৌস শেখ বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে আর কোনো প্রতারণা চলবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট জানাচ্ছি—আওয়ামী ফ্যাসিবাদী আমলের আমলারা এখনো শিক্ষার্থীদের বিষয়ে অসহযোগিতা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, এ আন্দোলন শুধু বৃত্তি, আবাসন কিংবা ক্যাম্পাসের জন্য নয়—এটি গণতান্ত্রিক অধিকার পুনঃ-প্রতিষ্ঠার আন্দোলন। প্রশাসন ও মন্ত্রণালয় শিক্ষার্থীদের এ দাবির প্রতি দ্রুত সাড়া দেওয়ার আহ্বান করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জোরালোভাবে দাবি জানিয়েছে, সংবিধি অনুমোদনের ৪৫ দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সম্পন্ন করতে হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনটির মুখ্য সংগঠক ফেরদৌস শেখ অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিয়ে আসছে, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই। তিনি বলেন, গত ১৪ মে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর কিছু প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনো কার্যকর হয়নি। ৭ একরের অস্থায়ী আবাসন প্রকল্পে মাটি ভরাট সম্পন্ন হয়নি,দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম শুরু হয়নি,এমনকি সম্পূরক বৃত্তিও বাজেটে অন্তর্ভুক্ত হয়নি।
সবচেয়ে বড় ক্ষোভ দেখা দিয়েছে জকসু নির্বাচন নিয়ে। ফেরদৌস শেখ বলেন, ছাত্রসংসদের সংবিধি ইতোমধ্যে পাস হলেও তা এখনো মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। ভোটার তালিকা প্রস্তুত না থাকায় নির্বাচনের প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছে। তার ভাষায়, “আমরা মনে করি প্রশাসনের উদাসীনতার কারণেই শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।”
বাগছাসের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা যে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে তা হলো—
১. বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সরকারের সঙ্গে সমন্বয় করে সম্পূরক বৃত্তির স্পষ্ট ঘোষণা দেবে, কবে থেকে শিক্ষার্থীরা এ বৃত্তি পাবে।
২. আগামী এক সপ্তাহের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ও ভোটার তালিকা প্রণয়ন শুরু করতে হবে, এবং সংবিধি অনুমোদনের ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।
৩. ইউজিসি ও মন্ত্রণালয়কে সাত কার্যদিবসের মধ্যে জকসুর সংবিধি অনুমোদন করতে হবে। ডাকসু, জাকসু, রাকসু ও চকসুর মতো জকসু নির্বাচনও অবশ্যম্ভাবী করতে হবে।
৪. দ্বিতীয় ক্যাম্পাসের কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।
৫. ৭ একরের অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে ফেরদৌস শেখ বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে আর কোনো প্রতারণা চলবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট জানাচ্ছি—আওয়ামী ফ্যাসিবাদী আমলের আমলারা এখনো শিক্ষার্থীদের বিষয়ে অসহযোগিতা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, এ আন্দোলন শুধু বৃত্তি, আবাসন কিংবা ক্যাম্পাসের জন্য নয়—এটি গণতান্ত্রিক অধিকার পুনঃ-প্রতিষ্ঠার আন্দোলন। প্রশাসন ও মন্ত্রণালয় শিক্ষার্থীদের এ দাবির প্রতি দ্রুত সাড়া দেওয়ার আহ্বান করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে