সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সকলে হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের সদস্য রায়হানুল ইসলাম বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার দোসরেরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে।
আমরা তার দ্রুত সুস্থতা কামনায় আজকে ছাত্রদলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করেছি। একই সাথে আমরা ইন্টেরিম সরকারকে বলতে চাই আপনারা আওয়ামীলীগের সাথে কুসুম কুসুম বিরোধিতা থেকে সরে আসুন।
অবিলম্বে হাদি ভাইয়ের উপর হামলাকারীদের গ্রেফতার করুন। সেই সাথে সারা দেশে মুক্ত ভাবে ঘুরে বেড়ানো আওয়ামী সন্ত্রাসীদের আটক করুন।
এসময় শাখা ছাত্রদলের সদস্য শেখ সাদী হাসান বলেন, ‘সমান হাদী আমাদের আদর্শ ও সাহসের প্রতীক। তার ওপর অন্যায় ও আইনবহির্ভূত হামলা প্রমাণ করে পরাজিত অপশক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত।
আমরা গণতান্ত্রিক সংগ্রাম, ঐক্য ও ন্যায়ের পথেই তাদের অপচেষ্টা প্রতিহত করব, আজ দোয়া করি আমাদের জুলাই যোদ্ধা হাদী ভাই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

