শিক্ষা ক্যাডারে অযৌক্তিক অন্তর্ভুক্তির বিরুদ্ধে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৬: ০১

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কর্তৃক বিসিএস শিক্ষা ক্যাডারে ম্যানেজমেন্ট বিভাগে অন্যান্য বিভাগের অযৌক্তিক অন্তর্ভুক্তির অভিযোগ এনে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় বিজনেস ফ্যাকাল্টি থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় অংশগ্রহণকারীরা “বিভাগ যার, ক্যাডার তার”, “স্বতন্ত্র শিক্ষা ক্যাডার, আমাদের অধিকার”, “পিএসসির প্রহসন মানি না মানবো না” এবং “দফা এক, দাবি এক—স্বতন্ত্র ক্যাডার চাই”সহ নানা স্লোগান দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ বলেন, সূচনা লগ্ন থেকেই ম্যানেজমেন্ট বিভাগে স্বতন্ত্র শিক্ষা ক্যাডার চালু রয়েছে। ব্যবস্থাপনা বিভাগের নিজস্ব স্বকীয়তা ও পূর্ণাঙ্গ জ্ঞান কেবল এ বিভাগের শিক্ষার্থীরাই অর্জন করে থাকে। পিএসসি বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা না করেই স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে বিভাগকে পুনর্বহাল করার দাবি জানাই।

২৯তম ব্যাচের শিক্ষার্থী আফসানা শারমীন আঁখি বলেন, অনেক শিক্ষার্থী জেনে-শুনেই এই বিভাগে ভর্তি হয় যে এখানে শিক্ষা ক্যাডার আছে। অন্য বিভাগ থেকে আসা কেউ ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের সেরাটা দিতে পারবে না। পিএসসির এ সিদ্ধান্ত ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন।

সহযোগী অধ্যাপক তাহমিনা খানম বলেন, ৫৪ বছর আগে বিজনেস ফ্যাকাল্টি যাত্রা শুরু করেছিল ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান নিয়ে। যুগের প্রয়োজনে নতুন বিষয় যুক্ত হওয়া মানে এই নয় যে ব্যবস্থাপনা তার গুরুত্ব হারিয়েছে। কোন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে পিএসসি এই সিদ্ধান্ত নিয়েছে, তার জবাব দিতে হবে। তারা বৈষম্যমূলক আচরণ করছে, এবং দাবি না মানা হলে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

সহযোগী অধ্যাপক ড. কাজী মইনুদ্দিন মাহমুদ বলেন, পিএসসি এক সপ্তাহের মধ্যে নোটিশ পরিবর্তন করে সিদ্ধান্ত নিয়েছে, যা রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত দেয়। সিদ্ধান্ত অবিলম্বে স্থগিত করতে হবে, নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

অংশগ্রহণকারীরা জানান, এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, বরং দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের দাবি। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সেই বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করার দাবি জানান তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত