নুর, মেঘমল্লার ও নাজমুলকে দেখতে হাসপাতালে উপাচার্য

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৪১
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ২৮
ছবি: আমার দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর, শিক্ষার্থী নাজমুল হাসান এবং ডাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসুকে দেখতে গেলেন। বুধবার রাতে তিনি দেখতে যান।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ফারুক শাহ। উপাচার্য চিকিৎসাধীন তিনজনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করেন। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত