প্রতিনিধি, জবি
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা অভিযুক্তদের দ্রুত ও সুষ্ঠু বিচারের পাশাপাশি ধর্ম অবমাননার জন্য সরকারের নিকট একটি পৃথক ও কঠোর আইন বাস্তবায়নের দাবি জানান।
সোমবার বিশ্ববিদ্যালয়ের মসজিদের প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন এবং সেখানে তাদের দাবি-দাওয়াসমূহ তুলে ধরে বক্তব্য প্রদান করেন। মিছিলে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, স্লোগান ও প্রাণবন্ত বাণী উপস্থাপন করেন।
পরিসংখ্যান বিভাগের ছাত্র বায়তুল হক বলেন, “ইসলাম আমাদের আবেগের জায়গা। এখানে কেউ আঘাত করলে আমরা চুপ করে থাকবো না। কুরআন শরীফ ও নবীর অবমাননা আমরা মেনে নেব না। সেই অপমানের যথোচিত জবাব দেবেন ধর্মপ্রাণ মুসলমানরা।”
শাখা ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মো. জায়েদ দাবি করেন, “কুরআন অবমাননা করা মানে আল্লাহকে অবমাননা করা; এটি মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষাত্মক আচরণ। যারা কুরআন অবমাননা করবে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।”
শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “শেখ হাসিনা তার বাবার হত্যাকারীদের আজীবন কারাদণ্ড দিয়েছেন, কিন্তু নবী (সা.)-কে অপমান করার শাস্তি সংক্রান্ত কোনো স্বতন্ত্র আইন নেই। তত্ত্বাবধায়ক সরকার যদি ৯০ শতাংশ মুসলমানের আকাঙ্ক্ষা বিবেচনা করে ব্লাসফেমি আইন প্রণয়ন করে, তাতে এই ধরনের অপমানের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে উঠবে।” তিনি বলেন, নতুন আইনে ধর্ম অবমাননার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হলে নজির স্থাপিত হবে এবং কেউ আর এ ধরনের দুঃসাহস করবে না—এটাই তাদের দাবি।
উল্লেখ্য, সামাজিক মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের নামে কুরআন শরীফ অবমাননার অভিযোগযুক্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন প্রেক্ষাপটে ক্ষোভ ছড়িয়ে পড়ে। উল্লেখিত ঘটনার পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে; একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ-সমাবেশ ও বিক্ষোভ দেখা যাচ্ছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা অভিযুক্তদের দ্রুত ও সুষ্ঠু বিচারের পাশাপাশি ধর্ম অবমাননার জন্য সরকারের নিকট একটি পৃথক ও কঠোর আইন বাস্তবায়নের দাবি জানান।
সোমবার বিশ্ববিদ্যালয়ের মসজিদের প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন এবং সেখানে তাদের দাবি-দাওয়াসমূহ তুলে ধরে বক্তব্য প্রদান করেন। মিছিলে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, স্লোগান ও প্রাণবন্ত বাণী উপস্থাপন করেন।
পরিসংখ্যান বিভাগের ছাত্র বায়তুল হক বলেন, “ইসলাম আমাদের আবেগের জায়গা। এখানে কেউ আঘাত করলে আমরা চুপ করে থাকবো না। কুরআন শরীফ ও নবীর অবমাননা আমরা মেনে নেব না। সেই অপমানের যথোচিত জবাব দেবেন ধর্মপ্রাণ মুসলমানরা।”
শাখা ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মো. জায়েদ দাবি করেন, “কুরআন অবমাননা করা মানে আল্লাহকে অবমাননা করা; এটি মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষাত্মক আচরণ। যারা কুরআন অবমাননা করবে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।”
শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “শেখ হাসিনা তার বাবার হত্যাকারীদের আজীবন কারাদণ্ড দিয়েছেন, কিন্তু নবী (সা.)-কে অপমান করার শাস্তি সংক্রান্ত কোনো স্বতন্ত্র আইন নেই। তত্ত্বাবধায়ক সরকার যদি ৯০ শতাংশ মুসলমানের আকাঙ্ক্ষা বিবেচনা করে ব্লাসফেমি আইন প্রণয়ন করে, তাতে এই ধরনের অপমানের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে উঠবে।” তিনি বলেন, নতুন আইনে ধর্ম অবমাননার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হলে নজির স্থাপিত হবে এবং কেউ আর এ ধরনের দুঃসাহস করবে না—এটাই তাদের দাবি।
উল্লেখ্য, সামাজিক মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের নামে কুরআন শরীফ অবমাননার অভিযোগযুক্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন প্রেক্ষাপটে ক্ষোভ ছড়িয়ে পড়ে। উল্লেখিত ঘটনার পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে; একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ-সমাবেশ ও বিক্ষোভ দেখা যাচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে