চবি প্রশাসনকে লাল কার্ড দেখাল ছাত্রদল

প্রতিনিধি, চবি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি ও প্রশাসনকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

বিজ্ঞাপন

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। অথচ এখনো মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তাই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং ব্যর্থ প্রক্টরিয়াল বডিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

প্রশাসনের ব্যর্থ ব্যক্তিদের লাল কার্ড দেখিয়েছি জানিয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমাদের দাবির মধ্যে রয়েছে–শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, আহতদের উন্নত চিকিৎসা প্রদান, শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলা ও জড়িতদের গ্রেপ্তার ও বিচাররের দাবি।

এ ছাড়া সংঘর্ষ থামাতে ব্যর্থ প্রশাসনের প্রক্টরিয়াল বডি এবং ছাত্রদের নিয়ে বিরুপ মন্তব্য করা রেজিস্টারসহ ব্যর্থ ব্যক্তিদের পদত্যাগ এবং জামাত নেতার নব্য জমিদারি প্রথার প্রতিবাদ জানিয়েছে তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত