ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের উদ্যোগ, শিক্ষার্থীদের অনশন চলছে

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ১৯: ২৬

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে দুই দিন অবস্থানের পর এবার অনশন কর্মসূচিতে বসেছেন গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির সাতজন শিক্ষার্থী। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সামনে বুধবার সকালে অনশনে বসেন তারা। এছাড়া সেখানে আরও কিছু শিক্ষার্থী অবস্থান করছেন।

বিজ্ঞাপন

এদিকে সরকার বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বলে আন্দোলনকারীদের জানানো হয়েছে। বুধবার বিকাল তিনটার পর বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং ইউজিসির একজন প্রতিনিধি এ খবর জানান। তারা বলেন, 'বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এটি কেবিনেট সভায় তোলা হবে।' তারা শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করেন। তবে শিক্ষার্থীরা নাম পরিবর্তনের বিষয়টি কেবিনেটে পাস না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ফয়সাল নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, 'নাম পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পদক্ষেপ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়। দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ঘরে ফেরার সুযোগ করে দেবে সেটাই আমাদের প্রত্যাশা।'

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নাম সংক্রান্ত দীর্ঘদিনের পরিচয় সংকট নিরসনে শিক্ষার্থীদের ধারাবাহিক শান্তিপূর্ণ আন্দোলন ও টানা ৪৬ ঘণ্টার অবস্থান কর্মসূচির পরও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কার্যকর প্রতিক্রিয়া বা অগ্রগতি পাওয়া যায়নি। ফলে আমরা বাধ্য হয়ে আমাদের পরবর্তী কর্মসূচি হিসেবে অনশন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।

তারা বলেন, 'শিক্ষা মন্ত্রণালয়ের নিকট আমাদের প্রস্তাবিত চারটি নামের মধ্য থেকে একটি চূড়ান্ত করে পরবর্তী কেবিনেটে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।'

নাম বাস্তবায়ন ফোরামের শিক্ষার্থীরা বলেন, 'দীর্ঘদিন ধরে চলমান এই সংকট আমাদের একাডেমিক অগ্রগতি ও পেশাগত ভবিষ্যৎকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে। বারবার আবেদন জানানো সত্ত্বেও কর্তৃপক্ষের নিরবতা ও সিদ্ধান্তহীনতা আমাদের হতাশ করেছে। শান্তিপূর্ণভাবে একাধিক কর্মসূচি পালন করেও যখন কোনো প্রতিক্রিয়া আসেনি, তখন অনশনই আমাদের কাছে শেষ আশ্রয় হয়ে দাঁড়িয়েছে।'

তারা বলেন, 'এই অনশন কোনো বিদ্রোহ নয়, এটি আমাদের স্বাভাবিক পরিচয় ও মর্যাদার দাবিতে সর্বশেষ প্রতিবাদ।'

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত