ড. মো: সবুর খান বিএসি’র খন্ডকালীন সদস্য মনোনীত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৬: ১১
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৮: ৩৩

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) চেয়ারম্যান ড. মো: সবুর খান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর খণ্ডকালীন সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনীত হয়েছেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) হলো একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা, যা বাংলাদেশের উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান (HEIs) ও তাদের একাডেমিক প্রোগ্রামসমূহকে স্বীকৃতি প্রদান করে।

বিজ্ঞাপন

এই মনোনয়ন এপিইউবি সদস্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক গৌরবময় অর্জন এবং তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে সদস্য বিশ্ববিদ্যালয়সমূহ স্বীকৃতিদান প্রক্রিয়া, নীতি-নির্ধারণ, মানোন্নয়ন ও কমপ্লায়েন্স বিষয়ে সময়োপযোগী পরামর্শ ও দিকনির্দেশনা পেতে সক্ষম হবে।

পাশাপাশি, এপিইউবি জাতীয় মান নিশ্চয়তা নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে তাদের সম্মিলিত সুপারিশ ও নীতিগত প্রস্তাবনা সরাসরি কাউন্সিলের কাছে উপস্থাপন করতে পারবে, যা এপিইউবি-র ভূমিকা ও প্রতিনিধিত্বকে আরও সুদৃঢ় করবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত