গাকৃবির সাথে সুপ্রীম সীড কোম্পানীর চুক্তিপত্র স্বাক্ষরিত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৭: ৩১

কৃষি গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এবং সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মূল উদ্দেশ্য হলো কৃষিক্ষেত্রে উদ্ভাবনী গবেষণা পরিচালনা, টেকসই কৃষি পণ্য ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, শিল্প ও শিক্ষাক্ষেত্রের মধ্যে সমন্বয় গড়ে তোলা এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে সমন্বিত উদ্যোগ।

কৃষিেক্ষত্রে সমৃদ্ধি আনয়নের নিরিখে স্বাক্ষরিত হওয়া চুক্তিটি আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকেক্ষ সম্পন্ন হয়েছে। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং সুপ্রীম সীড কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মেদ মাসুম। এ সময় আরো উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানীর ভাইস-চেয়ারম্যান মো. মকফরউদ্দিন আকন্দসহ কোম্পানীর অন্যান্য উপদেষ্টামণ্ডলী এবং গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্‌ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক এবং সিনিয়র শিক্ষকবৃন্দ।

বিজ্ঞাপন

গাকৃবির পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের শুরু হয় প্রাণবন্ত এক পরিচিতি পর্বের মাধ্যমে। পরে গাকৃবি ও সুপ্রীম সীড এর পক্ষ থেকে ইতিহাস-ঐতিহ্য ও কর্মপরিধির উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারি প্রদর্শন শেষে উপস্থিতগণ উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন।

পরে চুক্তি স্বাক্ষর শেষে কোম্পানীর চেয়ারম্যান বলেন, "গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সহযোগিতা আমাদের জন্য একটি মাইলফলক। আমরা চাই আধুনিক গবেষণা ও বাস্তব উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে আরও টেকসই ও বাণিজ্যিকভাবে সমৃদ্ধ করতে।"

অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সুপ্রীম সীড কোম্পানীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "কৃষির উন্নয়ন আজ প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর নির্ভরশীল। বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের এ ধরনের সহযোগিতা আমাদের শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে, যা তাদেরকে আগামী দিনের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে। এ চুক্তি বাংলাদেশের কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।"

উল্লেখ্য যে, সুপ্রীম সীড কোম্পানী লিমিটেড হলো বাংলাদেশের একটি স্বীকৃত বীজ উৎপাদন ও বাণিজ্যিক কোম্পানি, যা মূলত মাঠফসল ও সবজি বীজ নিয়ে কাজ করে থাকে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমার দেশ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত