আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডাকসু নির্বাচন বানচালের পায়তারা, আন্দোলনে শিক্ষার্থীরা

  • আজকের মধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণার আল্টিমেটাম দিলেন আব্দুল কাদের
  • তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি

ঢাবি সংবাদদাতা
ডাকসু নির্বাচন বানচালের পায়তারা, আন্দোলনে শিক্ষার্থীরা

সাম্য হত্যাকাণ্ডসহ একাধিক ঘটনায় স্থবির হয়ে আছে ডাকসু নির্বাচন কার্যক্রম। নির্বাচন কমিশন গঠনের সময়সীমা মে মাসের মাঝামাঝি নির্ধারিত থাকলেও এখন পর্যন্ত নীরব রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ডাকসু নির্বাচন বানচালের পায়তারা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগাছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে ডাকসু নির্বাচনসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। মিছিল শেষে তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনের সামনে অবস্থান নেন।

এ সময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‘আজকের মধ্যেই ডাকসুর নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচন কমিশন গঠন করতে হবে। আর কোনো টালবাহানা আমরা মেনে নেব না। ডাকসু নির্বাচন বানচালের কোনো চেষ্টাই সফল হবে না।’

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো- সাম্য হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা; বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা; দ্রুততম সময়ের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন