জুলাই স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে কমিটি

হৃদয় আহমেদ
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৪: ০৯
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৬: ৫০

গত বছরের জুলাই মাসে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের ছাত্রসমাজের মাঝে ছড়িয়ে পড়ে নতুন এক অধিকার আদায়ের আন্দোলন। তাদের এই আন্দোলন জোরালো হতে হতে রূপ নেয় গণঅভ্যুত্থানে, যার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে দেশ ত্যাগ করেন দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা। বাংলাদেশে রচিত হয় নতুন এক ইতিহাস, যা জুলাই গণঅভ্যুত্থান নামে পরিচিত।

বিজ্ঞাপন

সেই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২৫ জুন ১৩ সদস্যবিশিষ্ট উদ্‌যাপন কমিটি গঠন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের নির্দেশনায় এই কমিটি গঠিত হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইমদাদুল হুদা এবং সদস্যসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ছাত্র উপদেষ্টা ড. মো. আশরাফুল আলম। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টর ড. মাহবুবুর রহমান ও অন্যান্য অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এই কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

মূলত জুলাই গণঅভ্যুত্থানের মূলমন্ত্রকে উজ্জীবিত করে রাখার লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেন তরুণ প্রজন্মের মাঝ থেকে জুলাই হারিয়ে না গিয়ে চির অম্লান হয়ে থাকে। জুলাইয়ের সেই ঐক্যবদ্ধ শক্তিই যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রগামী ভূমিকা রাখতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত