প্রতিনিধি, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার ৯০ দিন আজ। তবে এখনো খুনিদের কেউ গ্রেপ্তার হয়নি। হত্যার পর বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে সিআইডি কতৃর্ক বিচার প্রক্রিয়া শুরুর আশ্বাস দেয়া হলেও কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি।
বিচারহীনতার এই ক্ষোভ থেকে বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রতীকী প্রতিবাদ হিসেবে একটি সাইনবোর্ড স্থাপন করেন শিক্ষার্থীরা। ওই বোর্ডে শিক্ষার্থীরা লেখেন, ‘সাবধান! সাজিদ হত্যার আজ ৯০তম দিন! এরপর কি আমি?’
শিক্ষার্থীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে বিচারের আশ্বাসের বাণী শুনতে শুনতে তারা আজ ক্লান্ত। তাই সাজিদ হত্যার ৯০তম দিনে প্রশাসনের কাছে আর না যেয়ে অভিনব এই প্রতিবাদ করছেন তারা।
তাদের প্রশ্ন, কেনো ৯০ দিন পার হলেও গ্রেপ্তার করা যায়নি খুনিকে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একজন শিক্ষার্থীকে হত্যা করে পুকুরে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে সেই বিশ্ববিদ্যালয় ঠিক কতোখানি নিরাপদ?
এ প্রসঙ্গে শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, ‘আজ আমাদের ছোট ভাই সাজিদ হত্যার ৯০ দিন, কিন্তু খুব কষ্ট চাপা দিয়ে বলতে হচ্ছে,আমরা আমাদের ছোট ভাইয়ের খুনিদের সাথেই হইতো ক্যাম্পাসে চলাফেরা করতেছি, কিন্তু খুনিদের বিচার বিলম্বিত হচ্ছে এবং প্রসাশন নিশ্চুপ।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘প্রসাশন আর কতদিন দেরী করবে.? প্রসাশন কি সাজিদ হত্যার ১০০তম দিন পালন করবে কিনা! এই অপেক্ষায় আছে?’
এছাড়া, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরাও এতে একাত্মতা পোষণ করেন এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোকে একজোট থাকার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ'র লাশ ভেসে ওঠে। প্রথমে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ফরেনসিক রিপোর্টে জানা যায় সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর দু'মাস পর আনুষ্ঠানিক ভাবে এই হত্যা মামলা তদন্তের দায়িত্ব পান সিআইডি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার ৯০ দিন আজ। তবে এখনো খুনিদের কেউ গ্রেপ্তার হয়নি। হত্যার পর বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে সিআইডি কতৃর্ক বিচার প্রক্রিয়া শুরুর আশ্বাস দেয়া হলেও কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি।
বিচারহীনতার এই ক্ষোভ থেকে বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রতীকী প্রতিবাদ হিসেবে একটি সাইনবোর্ড স্থাপন করেন শিক্ষার্থীরা। ওই বোর্ডে শিক্ষার্থীরা লেখেন, ‘সাবধান! সাজিদ হত্যার আজ ৯০তম দিন! এরপর কি আমি?’
শিক্ষার্থীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে বিচারের আশ্বাসের বাণী শুনতে শুনতে তারা আজ ক্লান্ত। তাই সাজিদ হত্যার ৯০তম দিনে প্রশাসনের কাছে আর না যেয়ে অভিনব এই প্রতিবাদ করছেন তারা।
তাদের প্রশ্ন, কেনো ৯০ দিন পার হলেও গ্রেপ্তার করা যায়নি খুনিকে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একজন শিক্ষার্থীকে হত্যা করে পুকুরে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে সেই বিশ্ববিদ্যালয় ঠিক কতোখানি নিরাপদ?
এ প্রসঙ্গে শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, ‘আজ আমাদের ছোট ভাই সাজিদ হত্যার ৯০ দিন, কিন্তু খুব কষ্ট চাপা দিয়ে বলতে হচ্ছে,আমরা আমাদের ছোট ভাইয়ের খুনিদের সাথেই হইতো ক্যাম্পাসে চলাফেরা করতেছি, কিন্তু খুনিদের বিচার বিলম্বিত হচ্ছে এবং প্রসাশন নিশ্চুপ।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘প্রসাশন আর কতদিন দেরী করবে.? প্রসাশন কি সাজিদ হত্যার ১০০তম দিন পালন করবে কিনা! এই অপেক্ষায় আছে?’
এছাড়া, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরাও এতে একাত্মতা পোষণ করেন এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোকে একজোট থাকার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ'র লাশ ভেসে ওঠে। প্রথমে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ফরেনসিক রিপোর্টে জানা যায় সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর দু'মাস পর আনুষ্ঠানিক ভাবে এই হত্যা মামলা তদন্তের দায়িত্ব পান সিআইডি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে