বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি না হলে আন্দোলনে নামবে ৭ কলেজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে স্বতন্ত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ জারির জন্য আগামী সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনের আগে শিক্ষার্থীরা সাত কলেজকে স্বতন্ত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে স্লোগান দেন। তারা বলেন, কেবল অধ্যাদেশ জারির মাধ্যমেই বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

শিক্ষকদের সমালোচনা করে শিক্ষার্থীরা অভিযোগ করেন, যারা কখনো তাদের পাশে দাঁড়াননি, তারাই এখন কলেজগুলোর সমস্যা সমাধানের উদ্যোগে বাধা দেওয়ার চেষ্টা করছেন। তারা আরও বলেন, কিছু শিক্ষক তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেলেই রাখতে চাইছেন। অধ্যাদেশ জারি ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীদের পরীক্ষায় ফল খারাপ করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে গত ২৬ মার্চ রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রস্তাবিত নতুন নাম দেয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত