স্টাফ রিপোর্টার
‘নারায়ণ তাকবির’ বলে কটাক্ষ করা মাহমুদুল হাসান অর্নব নামের শিক্ষার্থীকে সহ-সভাপতির (প্রশাসন) পদ থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডি.সি.ডি.এস)।
মঙ্গলবার ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি মো. শাহাদাত হোসাইন ও সাধারণ সম্পাদক আবু বকর সাঈম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসিডিএস এর সহ-সভাপতি (প্রশাসন) মাহমুদুল হাসান অর্নবের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে যেখানে তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন শব্দ চয়ন করতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে ডিসিডিএস কার্যনির্বাহী পরিষদের কতিপয় সদস্য বিষয়টি নিয়ে আপত্তি জানালে কার্যনির্বাহী পরিষদ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট ইক্যুইটি বোর্ড গঠন করে।
ইক্যুইটি বোর্ড তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এ বিষয়ে মাহমুদুল হাসান অর্নব, সহ-সভাপতি (প্রশাসন)-এর বক্তব্য জানতে চান। মাহমুদুল হাসান অর্নব তার ভুল স্বীকার করেন এবং এটি একটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত দূর্ঘটনা বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি ভবিষ্যতে আরো সতর্কতা অবলম্বন করবেন এবং এধরণের কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
ইক্যুইটি বোর্ড সার্বিক বিষয় বিবেচনা করে মাহমুদুল হাসান অর্নবকে তার সহ-সভাপতির দায়িত্ত্ব থেকে অব্যাহতি দিতে এবং তিনি যেন ডিসিডিএস-এর হয়ে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারেন তা নিশ্চিত করতে সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে, মাহমুদুল হাসান অর্নব, সহ-সভাপতি (প্রশাসন)-কে দায়িত্ত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো এবং তিনি ডিসিডিএস-এর হয়ে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।
গত ১০ সেপ্টেম্বর এক ভিডিওতে ‘নারায়ে তাকবির’ স্লোগানকে ‘নারায়ণ তাকবির’ বলে কটাক্ষ করেন মাহমুদুল হাসান অর্নব নামের এই শিক্ষার্থী। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
‘নারায়ণ তাকবির’ বলে কটাক্ষ করা মাহমুদুল হাসান অর্নব নামের শিক্ষার্থীকে সহ-সভাপতির (প্রশাসন) পদ থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডি.সি.ডি.এস)।
মঙ্গলবার ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি মো. শাহাদাত হোসাইন ও সাধারণ সম্পাদক আবু বকর সাঈম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসিডিএস এর সহ-সভাপতি (প্রশাসন) মাহমুদুল হাসান অর্নবের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে যেখানে তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন শব্দ চয়ন করতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে ডিসিডিএস কার্যনির্বাহী পরিষদের কতিপয় সদস্য বিষয়টি নিয়ে আপত্তি জানালে কার্যনির্বাহী পরিষদ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট ইক্যুইটি বোর্ড গঠন করে।
ইক্যুইটি বোর্ড তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এ বিষয়ে মাহমুদুল হাসান অর্নব, সহ-সভাপতি (প্রশাসন)-এর বক্তব্য জানতে চান। মাহমুদুল হাসান অর্নব তার ভুল স্বীকার করেন এবং এটি একটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত দূর্ঘটনা বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি ভবিষ্যতে আরো সতর্কতা অবলম্বন করবেন এবং এধরণের কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
ইক্যুইটি বোর্ড সার্বিক বিষয় বিবেচনা করে মাহমুদুল হাসান অর্নবকে তার সহ-সভাপতির দায়িত্ত্ব থেকে অব্যাহতি দিতে এবং তিনি যেন ডিসিডিএস-এর হয়ে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারেন তা নিশ্চিত করতে সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে, মাহমুদুল হাসান অর্নব, সহ-সভাপতি (প্রশাসন)-কে দায়িত্ত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো এবং তিনি ডিসিডিএস-এর হয়ে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।
গত ১০ সেপ্টেম্বর এক ভিডিওতে ‘নারায়ে তাকবির’ স্লোগানকে ‘নারায়ণ তাকবির’ বলে কটাক্ষ করেন মাহমুদুল হাসান অর্নব নামের এই শিক্ষার্থী। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
সংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
১৬ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
২ ঘণ্টা আগেসমাবেশে জোবায়েদের সহপাঠী সজল খান বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা ও মাহির নয়, এই ঘটনায় বর্ষার পরিবারও জড়িত। গতকাল আদালতে আমাদের সঙ্গে পুলিশের আচরণ ছিল অমানবিক। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয়। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।”
২ ঘণ্টা আগে