জুলাইয়ের জীবন্ত পোস্টার বয় নাহিদকে সংবর্ধনা দিলো আরএসসিডি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৪৩

রামগতি উপজেলার বৃহত্তর ছাত্র সংগঠন আরএসসিডির এক যুগ পূর্তি উপলক্ষ্যে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সংগঠনের এক যুগের পথচলার স্মৃতিচারণের পাশাপাশি বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কৃতি সন্তান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থী এবং সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ সংবর্ধিত অতিথি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের জীবন্ত পোস্টার বয় নাহিদুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর। তরুণ সমাজই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি। আগামী জাতীয় নির্বাচনে তরুণদের অংশগ্রহণ দেশকে নতুন বাংলাদেশ নির্মাণে মুখ্য ভূমিকা রাখবে। তিনি আরো যোগ করেন, এই সংবর্ধনা তাকে আরো দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করেছে।

নাহিদ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, বরং সম্মিলিত অর্জন। আরএসসিডি যে সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে—তা আসলে জুলাইয়ের ত্যাগেরই উত্তরাধিকার বহন করছে। আজকের এই সম্মান আমাকে গর্বিত করেছে, তবে একই সঙ্গে আরো বিনয়ী করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষীপুরের কৃতি সন্তান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ্যানি বলেন, ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ নির্ধারক এবং তারা সোনার বাংলা গঠনে নেতৃত্ব দেবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত