কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মাকে নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যার বিচারের দাবিতে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১২টার মধ্যবর্তী সময়ে কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি এলাকায় হাতেখড়ি আনন্দ পাঠশালা স্কুলের ২য় তলায় ভাড়া বাসায় তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে হত্যার নেপথ্যের কারণ খুঁজে বের করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা কুমিল্লা কোতয়ালী থানা ঘেরাও করে রেখেছে।
রোববার রাত ১২টায় ৯৯৯ কল পেয়ে নগরীর ৩ নং ওয়ার্ড কালিয়াজুড়ি নেলী কটেজ এলাকা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতরা দাবিতে কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নজরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম ফাতেমা (৫২) এবং মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরীন পিংকী ।
নিহত ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আফরিন পিংকি (২৩)। তিনি লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার মায়ের নাম তাহমিনা বেগম ফাতেমা (৫২)। পাঁচ সদস্যের পরিবারের মধ্যে কিছুদিন আগে তাঁর বাবা মারা যান। এছাড়া বর্তমানে বাবা-মা ও বোনকে হারিয়ে দুই ভাই রয়েছেন পরিবারে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরানী শেখ মানববন্ধনে বলেন, সুমাইয়া খুবই ভালো মেয়ে ছিল। তাকে হত্যা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নতুবা আমরা বৃহৎ কর্মসূচি ঘোষণা দেব।
এই বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, ৯৯৯ কল পেয়ে গতরাত দু’টায় আমরা মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড মনে হচ্ছে। ময়নাতদন্ত করে বিস্তারিত জানা যাবে ছেলেরা মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মনে হচ্ছে এ ঘটনার গভীরতা অনেক, সুস্থ তদন্তের মাধ্যমে এর বিচার দ্রুত করতে হবে।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং মর্মাহত। আমরা চাচ্ছি এটার দ্রুত তদন্ত হোক এবং দোষীদের খুঁজে বের করা হউক। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার থেকে সবসময় পর্যবেক্ষণ করবো। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমরা উদ্বিগ্ন।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মাকে নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যার বিচারের দাবিতে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১২টার মধ্যবর্তী সময়ে কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি এলাকায় হাতেখড়ি আনন্দ পাঠশালা স্কুলের ২য় তলায় ভাড়া বাসায় তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে হত্যার নেপথ্যের কারণ খুঁজে বের করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা কুমিল্লা কোতয়ালী থানা ঘেরাও করে রেখেছে।
রোববার রাত ১২টায় ৯৯৯ কল পেয়ে নগরীর ৩ নং ওয়ার্ড কালিয়াজুড়ি নেলী কটেজ এলাকা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতরা দাবিতে কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নজরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম ফাতেমা (৫২) এবং মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরীন পিংকী ।
নিহত ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আফরিন পিংকি (২৩)। তিনি লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার মায়ের নাম তাহমিনা বেগম ফাতেমা (৫২)। পাঁচ সদস্যের পরিবারের মধ্যে কিছুদিন আগে তাঁর বাবা মারা যান। এছাড়া বর্তমানে বাবা-মা ও বোনকে হারিয়ে দুই ভাই রয়েছেন পরিবারে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরানী শেখ মানববন্ধনে বলেন, সুমাইয়া খুবই ভালো মেয়ে ছিল। তাকে হত্যা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নতুবা আমরা বৃহৎ কর্মসূচি ঘোষণা দেব।
এই বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, ৯৯৯ কল পেয়ে গতরাত দু’টায় আমরা মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড মনে হচ্ছে। ময়নাতদন্ত করে বিস্তারিত জানা যাবে ছেলেরা মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মনে হচ্ছে এ ঘটনার গভীরতা অনেক, সুস্থ তদন্তের মাধ্যমে এর বিচার দ্রুত করতে হবে।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং মর্মাহত। আমরা চাচ্ছি এটার দ্রুত তদন্ত হোক এবং দোষীদের খুঁজে বের করা হউক। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার থেকে সবসময় পর্যবেক্ষণ করবো। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমরা উদ্বিগ্ন।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে