ভোটকেন্দ্র বাড়ানোর দাবি ডাকসু ভিপি প্রার্থী আবিদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৩: ১৮
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫: ৩৮
ছবি: আমার দেশ

ডাকসু ভিপি প্রার্থী ও ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন ঘোষিত ৮ কেন্দ্রে ৪০ হাজার শিক্ষার্থীর ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ সম্ভব হবে না। ভোটকেন্দ্র বাড়ানোর দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ৩য় তলায় নির্বাচন কমিশনারের সাথে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আবিদ বলেন, ডাকসু নির্বাচন কমিশন আচরণবিধি শুনিয়েছে, কিন্তু প্রার্থীদের মতামত গ্রহণ করেনি। ডাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিজনকে ৪১টি ভোট দিতে হবে, যা সময়সাপেক্ষ। ১ ঘণ্টায় একটি বুথে সর্বোচ্চ ৪০-৫০ ভোট দেয়া সম্ভব। যদি ২০টি বুথ থাকে, তবুও দিনে ১১০০-১২০০ ভোটের বেশি কাস্ট সম্ভব নয়। এ অবস্থায় ৮টি ভোটকেন্দ্র দিয়ে কোনোভাবেই সকল শিক্ষার্থীর ভোট নিশ্চিত করা যাবে না।

তিনি সতর্ক করে বলেন, ভোটকেন্দ্র না বাড়ালে ২০১৯ সালের মতো আবারও অনাবাসিক শিক্ষার্থীদের ফেইক লাইন তৈরি হতে পারে। ভেতরে ছাত্রলীগ দাঁড়িয়ে ছিল, কিন্তু অনাবাসিক শিক্ষার্থীরা ঢুকতে পারেনি। এবারও অনাবাসিক শিক্ষার্থীরা যদি দেরিতে আসে, তবে তাদের ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হবে না।

এসময় আবিদ সামাজিক যোগাযোগমাধ্যমে অসম লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টির অভিযোগও করেন।

তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ২ নামক ফেসবুক গ্রুপের নাম পরিবর্তন করে শুধু ‘শিক্ষার্থী সংসদ’ নামে কার্যক্রম চালানো হচ্ছে। বিটিআরসি এবং ডাকসু নির্বাচন কমিশন গ্রুপটি বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করা হচ্ছে। নির্দিষ্ট গোষ্ঠী এটি ব্যবহার করে তাদের প্রচারণা চালাচ্ছে।

তিনি আরও জানান, একইভাবে DU Insider এখন Dhaka Insider, DU Update এখন Dhaka Update হয়েছে। এছাড়া Beauty of DU Campus নামের পেইজসহ আরও অনেক পেইজ ব্যবহার করে আমাদের প্যানেল ও সংগঠনের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। এসব পেইজ নির্বাচন পর্যন্ত শর্তহীনভাবে ব্যান করতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত