স্বতন্ত্র থেকে ভিপি, দুটি পেল বাগছাস
আজাদুল আদনান, ইমরান হোসাইন ও এসএম তাওহীদ জাবি থেকে
ডাকসুতে ইতিহাস গড়ার পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনেও চমক দেখিয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। ভোট হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর গতকাল শনিবার বিকেলে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে।
এতে জিএস, এজিএসসহ ২৫ পদের ২০টিতেই জয় পেয়েছেন সংগঠনটির সমর্থিত প্রার্থীরা। দীর্ঘ ৩৫ বছর পর এ ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি শুরুর এক বছরের মধ্যেই তারা এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করলেন। ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়কে শিক্ষাবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিজয়ীরা।
ঘোষিত ফলে দেখা যায়, ভিপি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রশীদ জিতু। তিনি ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’প্যানেল থেকে নির্বাচন করেন। দুটিতে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম জয় পায়। বাকি দুটিতে নির্বাচিত হন দুই স্বতন্ত্র প্রার্থী। কোনো পদে জয় পাননি শেষ পর্যায়ে ভোট বর্জন করা ছাত্রদল ও বামপন্থিরা।
নির্বাচন কমিশন জানায়, ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফুল্লাহ আদিব পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট। এছাড়া একই পদে বাগছাসের আরিফুজ্জামান উজ্জ্বল পেয়েছেন ১ হাজার ২১১ ভোট, ছাত্রদলের শেখ সাদি হাসান পান ৬৪৮ ভোট।
জিএস পদে সর্বোচ্চ ৩ হাজার ৯৩০ ভোট পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম পেয়েছেন ১ হাজার ২৩৮ ভোট। এছাড়া ছাত্রদলের তানজীলা হোসাইন বৈশাখী পেয়েছেন ৯৪১ ভোট। এজিএস পুরুষ পদে সর্বোচ্চ দুই হাজার ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন ফেরদৌস আল হাসান। একই পদে নারী হিসেবে নির্বাচিত হন আয়েশা সিদ্দিকা মেঘলা। তিনি পান ৩ হাজার ২ ভোট।
২০ পদই শিবিরের দখলে: জাকসুতে ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। সাধারণ সম্পাদকসহ শীর্ষ চার পদের তিনটিতেই জয়লাভ করেছে শিবির। এ ছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম, সহ-ক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদী হাসান, সহ-ক্রীড়া (ছাত্রী) পদে গণিত বিভাগের ফারহানা লুবনা, আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি (ছাত্র) তৌহিদ ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও কার্যকরী সদস্য নারী পদে ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন ও নুসরাত জাহান ইমা নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পুরুষ পদে হাফেজ তরিকুল ইসলাম ও আবু তালহা বিজয়ী হয়েছেন।
শিবিরের বাইরে যারা জিতলেন: শিবিরের বাইরের প্যানেল থেকে ভিপিসহ পাঁচটি পদে শিক্ষার্থীরা জয় পেয়েছেন। ভিপি জিতু ছাড়া বিজয়ী বাকিরা হলেন—সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ জিসান আহমেদ (স্বতন্ত্র), ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের মাহমুদুল হাসান কিরণ (স্বতন্ত্র), সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন আহসান লাবীব (বাগছাস) ও কার্যকরী সদস্য পদে মোহাম্মদ আলী চিশতী জয় পেয়েছেন।
কোনো পদ পায়নি ছাত্রদল ও বামপন্থিরা: নির্বাচনের শুরু থেকে প্রচারে সরব ছিল ছাত্রদল। নানা কোন্দল সমাধান করে শেষ পর্যন্ত প্যানেল ঘোষণা করে সংগঠনটি। কিন্তু ভোট গ্রহণ শুরু হলে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলা হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগে বর্জনের ঘোষণা দেয় সংগঠনটি। এর কিছুক্ষণ পর সংগঠনটির দেখানো পথে হেঁটে ভোট বর্জনের ঘোষণা দেয় বামপন্থি প্যানেলগুলোও। এই দুটি প্যানেল থেকে কেউই কোনো পদে জয় পাননি।
শিবির প্যানেলের ছয় নারীর সবাই বিজয়ী: শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটে বড় চমক ছিলেন ছয় নারী। তারা সবাই জয় পেয়েছেন। তারা হলেন—আয়েশা সিদ্দিকা মেঘলা, ফারহানা আক্তার লুবনা, নিগার সুলতানা, নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান ও নুসরাত জাহান।
ফল গণনায় নানা নাটকীয়তা: গত বৃহস্পতিবার ৩৩ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের আগের দিন সন্ধ্যা পর্যন্ত ওএমআর পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত থাকলেও ভোট বর্জন করা ছাত্রদলসহ তিনটি প্যানেলের দাবির মুখে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত হয়। এতে আট ঘণ্টায় যে ফলাফল চূড়ান্ত হতো, সেখানে সময় লাগে ৪৮ ঘণ্টা।
প্রায় তিন দিনের এই ভোট গণনায় নানা নাটকীয়তা দেখা গেছে। শুক্রবার এক পোলিং অফিসারের মৃত্যুর ঘটনায় দফায় দফায় থেমে যায় ভোট গণনা। পাঁচটি প্যানেল ভোট বর্জন করায় নানা অব্যবস্থাপনার কথা জানিয়ে তিন পর্যবেক্ষক ও এক নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। এসব ঘটনায় ভোটগ্রহণ বাতিলের মাধ্যমে নির্বাচন স্থগিতের গুঞ্জনও ওঠে। এসব ঘটনার নেপথ্যে বিএনপিপন্থি শিক্ষকদের কোন্দলের বিষয় সামনে আসে। তবে নির্বাচন কমিশন ও উপাচার্য অধ্যাপক কামরুল আহসান ফলাফল প্রকাশে অনড় থাকায় ফল স্থগিতের চেষ্টা ব্যর্থ হয়। ফলে নতুন নেতৃত্ব পেয়েছে জাকসু।
নির্বাচনে প্রায় ১২ হাজার ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ ভোটার তথা আট হাজারের মতো ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
হল সংসদের ফলাফল: আল বেরুনী হল : সংসদের ভিপি নির্বাচিত হলেন রিফাত আহমেদ শাকিল, জিএস হয়েছেন মুনতাসির বিল্লাহ খান এবং এজিএস হয়েছেন সাদমান হাসান খান।
কামাল উদ্দিন হল : ভিপি নির্বাচিত হয়েছেন জিএমএম রায়হান কবীর; জিএস হয়েছেন আবরার শাহরিয়ার এবং এজিএস নির্বাচিত হয়েছেন রিপন মণ্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
নজরুল ইসলাম হল : ভিপি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম; জিএস হয়েছেন আলী আহমেদ এবং এজিএস নির্বাচিত হয়েছেন সামিন ইয়াসির।
মীর মশাররফ হোসেন হল : ভিপি নির্বাচিত হয়েছেন খালেদ জুবায়ের; জিএস হয়েছেন শাহরিয়ার নাজিম এবং এজিএস নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন।
মওলানা ভাসানী হল : ভিপি নির্বাচিত হয়েছেন আবদুল হাই স্বপন; জিএস হয়েছেন হৃদয় পোদ্দার এবং এজিএস নির্বাচিত হয়েছেন রাকিব হাসান।
সালাম-বরকত হল : ভিপি নির্বাচিত হয়েছেন মারুফ হোসেন; জিএস হয়েছেন মাসুদ রানা এবং এজিএস আবরার আজিম ভুঁইয়া।
নওয়াব ফয়জুন্নেসা হল : ভিপি নির্বাচিত হয়েছেন বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়); জিএস হয়েছেন সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং এজিএসে কোনো প্রার্থী নেই।
১০নং (ছাত্র) হল : সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া; জিএস হয়েছেন মেহেদী হাসান এবং এজিএস নির্বাচিত হয়েছেন নাদিম মাহমুদ।
১৫নং (ছাত্রী) হল : ভিপি নির্বাচিত হয়েছেন শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়); জিএস হলেন মেহনাজ মোহনা এবং এজিএস নির্বাচিত হয়েছেন শাহানা আক্তার।
তারামন বিবি হল : ভিপি পদে ফারজানা আক্তার ঊর্মি ও জিএস পদে প্রিয়াঙ্কা কর্মকার জয়লাভ করেছেন।
রোকেয়া হল : ভিপি পদে তাফমিম খানম ও জিএস পদে নাবিলা মাহজাবিন জয়লাভ করেছেন।
২১নং ছাত্র হল : ভিপি পদে শিহাব ও জিএস পদে অলি উল্লাহ জয়লাভ করেছেন।
রফিক-জব্বার হল : ভিপি মেহেদী হাসান ও জিএস শরিফুল ইসলাম জয়ী হয়েছেন।
ফজিলাতুন্নেছা হল : ভিপি পদে ঐশী সরকার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং জিএস নির্বাচিত হয়েছেন ফারজানা তাবাসসুম।
তাজউদ্দীন হল : ভিপি পদে সিফাত উল্লাহ এবং জিএস হয়েছেন মাহমুদুল হাসান। এ ছাড়া এজিএস নির্বাচিত হয়েছেন তারিক আহমেদ।
সুফিয়া কামাল হল : ভিপি পদে জান্নাতুন নাঈম সেরিন এবং জিএস হয়েছেন রুবিনা জাহান তিথি।
রবীন্দ্রনাথ হল : ভিপি পদে অনিক কুমার বণিক ও জিএস পদে মাহমুদুল হাসান ইমন জয়লাভ করেছেন।
খালেদা জিয়া হল : ভিপি পদে ফারহানা রহমান রীথি ও জিএস পদে ফাতিমাতুজ জোহরা নির্বাচিত হয়েছেন।
প্রীতিলতা হল : ভিপি পদে সুমাইয়া আক্তার ও জিএস পদে ইকফা রহমান নির্বাচিত হয়েছেন।
১৩নং (ছাত্রী) হল : ভিপি নির্বাচিত হয়েছেন নাহাদাতুন হাসানা; জিএস হয়েছেন মোহসিনা তুবা এবং এজিএস নির্বাচিত হয়েছেন সাদিয়া মেহজাবিন।
নবাব ফয়জুন্নেসা হল : ভিপি পদে বুবলি আহমেদ (মার্কেটিং, বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও জিএস সুমাইয়া খানম জয়ী হয়েছেন।
ডাকসুতে ইতিহাস গড়ার পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনেও চমক দেখিয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। ভোট হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর গতকাল শনিবার বিকেলে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে।
এতে জিএস, এজিএসসহ ২৫ পদের ২০টিতেই জয় পেয়েছেন সংগঠনটির সমর্থিত প্রার্থীরা। দীর্ঘ ৩৫ বছর পর এ ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি শুরুর এক বছরের মধ্যেই তারা এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করলেন। ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়কে শিক্ষাবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিজয়ীরা।
ঘোষিত ফলে দেখা যায়, ভিপি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রশীদ জিতু। তিনি ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’প্যানেল থেকে নির্বাচন করেন। দুটিতে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম জয় পায়। বাকি দুটিতে নির্বাচিত হন দুই স্বতন্ত্র প্রার্থী। কোনো পদে জয় পাননি শেষ পর্যায়ে ভোট বর্জন করা ছাত্রদল ও বামপন্থিরা।
নির্বাচন কমিশন জানায়, ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফুল্লাহ আদিব পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট। এছাড়া একই পদে বাগছাসের আরিফুজ্জামান উজ্জ্বল পেয়েছেন ১ হাজার ২১১ ভোট, ছাত্রদলের শেখ সাদি হাসান পান ৬৪৮ ভোট।
জিএস পদে সর্বোচ্চ ৩ হাজার ৯৩০ ভোট পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম পেয়েছেন ১ হাজার ২৩৮ ভোট। এছাড়া ছাত্রদলের তানজীলা হোসাইন বৈশাখী পেয়েছেন ৯৪১ ভোট। এজিএস পুরুষ পদে সর্বোচ্চ দুই হাজার ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন ফেরদৌস আল হাসান। একই পদে নারী হিসেবে নির্বাচিত হন আয়েশা সিদ্দিকা মেঘলা। তিনি পান ৩ হাজার ২ ভোট।
২০ পদই শিবিরের দখলে: জাকসুতে ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। সাধারণ সম্পাদকসহ শীর্ষ চার পদের তিনটিতেই জয়লাভ করেছে শিবির। এ ছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম, সহ-ক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদী হাসান, সহ-ক্রীড়া (ছাত্রী) পদে গণিত বিভাগের ফারহানা লুবনা, আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি (ছাত্র) তৌহিদ ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও কার্যকরী সদস্য নারী পদে ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন ও নুসরাত জাহান ইমা নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পুরুষ পদে হাফেজ তরিকুল ইসলাম ও আবু তালহা বিজয়ী হয়েছেন।
শিবিরের বাইরে যারা জিতলেন: শিবিরের বাইরের প্যানেল থেকে ভিপিসহ পাঁচটি পদে শিক্ষার্থীরা জয় পেয়েছেন। ভিপি জিতু ছাড়া বিজয়ী বাকিরা হলেন—সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ জিসান আহমেদ (স্বতন্ত্র), ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের মাহমুদুল হাসান কিরণ (স্বতন্ত্র), সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন আহসান লাবীব (বাগছাস) ও কার্যকরী সদস্য পদে মোহাম্মদ আলী চিশতী জয় পেয়েছেন।
কোনো পদ পায়নি ছাত্রদল ও বামপন্থিরা: নির্বাচনের শুরু থেকে প্রচারে সরব ছিল ছাত্রদল। নানা কোন্দল সমাধান করে শেষ পর্যন্ত প্যানেল ঘোষণা করে সংগঠনটি। কিন্তু ভোট গ্রহণ শুরু হলে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলা হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগে বর্জনের ঘোষণা দেয় সংগঠনটি। এর কিছুক্ষণ পর সংগঠনটির দেখানো পথে হেঁটে ভোট বর্জনের ঘোষণা দেয় বামপন্থি প্যানেলগুলোও। এই দুটি প্যানেল থেকে কেউই কোনো পদে জয় পাননি।
শিবির প্যানেলের ছয় নারীর সবাই বিজয়ী: শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটে বড় চমক ছিলেন ছয় নারী। তারা সবাই জয় পেয়েছেন। তারা হলেন—আয়েশা সিদ্দিকা মেঘলা, ফারহানা আক্তার লুবনা, নিগার সুলতানা, নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান ও নুসরাত জাহান।
ফল গণনায় নানা নাটকীয়তা: গত বৃহস্পতিবার ৩৩ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের আগের দিন সন্ধ্যা পর্যন্ত ওএমআর পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত থাকলেও ভোট বর্জন করা ছাত্রদলসহ তিনটি প্যানেলের দাবির মুখে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত হয়। এতে আট ঘণ্টায় যে ফলাফল চূড়ান্ত হতো, সেখানে সময় লাগে ৪৮ ঘণ্টা।
প্রায় তিন দিনের এই ভোট গণনায় নানা নাটকীয়তা দেখা গেছে। শুক্রবার এক পোলিং অফিসারের মৃত্যুর ঘটনায় দফায় দফায় থেমে যায় ভোট গণনা। পাঁচটি প্যানেল ভোট বর্জন করায় নানা অব্যবস্থাপনার কথা জানিয়ে তিন পর্যবেক্ষক ও এক নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। এসব ঘটনায় ভোটগ্রহণ বাতিলের মাধ্যমে নির্বাচন স্থগিতের গুঞ্জনও ওঠে। এসব ঘটনার নেপথ্যে বিএনপিপন্থি শিক্ষকদের কোন্দলের বিষয় সামনে আসে। তবে নির্বাচন কমিশন ও উপাচার্য অধ্যাপক কামরুল আহসান ফলাফল প্রকাশে অনড় থাকায় ফল স্থগিতের চেষ্টা ব্যর্থ হয়। ফলে নতুন নেতৃত্ব পেয়েছে জাকসু।
নির্বাচনে প্রায় ১২ হাজার ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ ভোটার তথা আট হাজারের মতো ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
হল সংসদের ফলাফল: আল বেরুনী হল : সংসদের ভিপি নির্বাচিত হলেন রিফাত আহমেদ শাকিল, জিএস হয়েছেন মুনতাসির বিল্লাহ খান এবং এজিএস হয়েছেন সাদমান হাসান খান।
কামাল উদ্দিন হল : ভিপি নির্বাচিত হয়েছেন জিএমএম রায়হান কবীর; জিএস হয়েছেন আবরার শাহরিয়ার এবং এজিএস নির্বাচিত হয়েছেন রিপন মণ্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
নজরুল ইসলাম হল : ভিপি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম; জিএস হয়েছেন আলী আহমেদ এবং এজিএস নির্বাচিত হয়েছেন সামিন ইয়াসির।
মীর মশাররফ হোসেন হল : ভিপি নির্বাচিত হয়েছেন খালেদ জুবায়ের; জিএস হয়েছেন শাহরিয়ার নাজিম এবং এজিএস নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন।
মওলানা ভাসানী হল : ভিপি নির্বাচিত হয়েছেন আবদুল হাই স্বপন; জিএস হয়েছেন হৃদয় পোদ্দার এবং এজিএস নির্বাচিত হয়েছেন রাকিব হাসান।
সালাম-বরকত হল : ভিপি নির্বাচিত হয়েছেন মারুফ হোসেন; জিএস হয়েছেন মাসুদ রানা এবং এজিএস আবরার আজিম ভুঁইয়া।
নওয়াব ফয়জুন্নেসা হল : ভিপি নির্বাচিত হয়েছেন বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়); জিএস হয়েছেন সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং এজিএসে কোনো প্রার্থী নেই।
১০নং (ছাত্র) হল : সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া; জিএস হয়েছেন মেহেদী হাসান এবং এজিএস নির্বাচিত হয়েছেন নাদিম মাহমুদ।
১৫নং (ছাত্রী) হল : ভিপি নির্বাচিত হয়েছেন শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়); জিএস হলেন মেহনাজ মোহনা এবং এজিএস নির্বাচিত হয়েছেন শাহানা আক্তার।
তারামন বিবি হল : ভিপি পদে ফারজানা আক্তার ঊর্মি ও জিএস পদে প্রিয়াঙ্কা কর্মকার জয়লাভ করেছেন।
রোকেয়া হল : ভিপি পদে তাফমিম খানম ও জিএস পদে নাবিলা মাহজাবিন জয়লাভ করেছেন।
২১নং ছাত্র হল : ভিপি পদে শিহাব ও জিএস পদে অলি উল্লাহ জয়লাভ করেছেন।
রফিক-জব্বার হল : ভিপি মেহেদী হাসান ও জিএস শরিফুল ইসলাম জয়ী হয়েছেন।
ফজিলাতুন্নেছা হল : ভিপি পদে ঐশী সরকার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং জিএস নির্বাচিত হয়েছেন ফারজানা তাবাসসুম।
তাজউদ্দীন হল : ভিপি পদে সিফাত উল্লাহ এবং জিএস হয়েছেন মাহমুদুল হাসান। এ ছাড়া এজিএস নির্বাচিত হয়েছেন তারিক আহমেদ।
সুফিয়া কামাল হল : ভিপি পদে জান্নাতুন নাঈম সেরিন এবং জিএস হয়েছেন রুবিনা জাহান তিথি।
রবীন্দ্রনাথ হল : ভিপি পদে অনিক কুমার বণিক ও জিএস পদে মাহমুদুল হাসান ইমন জয়লাভ করেছেন।
খালেদা জিয়া হল : ভিপি পদে ফারহানা রহমান রীথি ও জিএস পদে ফাতিমাতুজ জোহরা নির্বাচিত হয়েছেন।
প্রীতিলতা হল : ভিপি পদে সুমাইয়া আক্তার ও জিএস পদে ইকফা রহমান নির্বাচিত হয়েছেন।
১৩নং (ছাত্রী) হল : ভিপি নির্বাচিত হয়েছেন নাহাদাতুন হাসানা; জিএস হয়েছেন মোহসিনা তুবা এবং এজিএস নির্বাচিত হয়েছেন সাদিয়া মেহজাবিন।
নবাব ফয়জুন্নেসা হল : ভিপি পদে বুবলি আহমেদ (মার্কেটিং, বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও জিএস সুমাইয়া খানম জয়ী হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে