ঢাবি উপাচার্যের হুঁশিয়ারি

ডাকসু নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে চাইলে সব বলে দেব

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৪: ৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আসন্ন ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হলে আমি দায়িত্ব ছেড়ে দিয়ে পুরো জাতির সামনে প্রকাশ করব কোন জায়গা থেকে বাধা আসছে এবং কে কী করছে।

শনিবার ঢাবির কালো দিবস উপলক্ষে ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, ডাকসু নির্বাচন আয়োজন যে কোনো পরিস্থিতিতেই চ্যালেঞ্জিং। তবে বাধা দেওয়ার চেষ্টা হলে আমি দায়িত্ব ছেড়ে দিয়ে জাতিকে জানিয়ে দেব কোথায় বাধা আসছে এবং কে কী করছে।

উপাচার্য আরো বলেন, যতক্ষণ আমার হাত ধরবেন, আমি মাঠে থাকব। কিন্তু হাত ছেড়ে দিলে স্পষ্টভাবে জানিয়ে দেব কোথায় সমস্যা হচ্ছে।

২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাবির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর চালানো দমন-পীড়নের স্মরণে প্রতিবছর এ দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করা হয়।

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত