আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণঅভ্যুত্থানে চকরিয়ার প্রথম শহীদের সমাধিতে প্রশাসনের শ্রদ্ধা

উপজেলা প্রতিনিধি, (চকরিয়া) কক্সবাজার
গণঅভ্যুত্থানে চকরিয়ার প্রথম শহীদের সমাধিতে প্রশাসনের শ্রদ্ধা

জুলাই-গণঅভ্যুত্থানে কক্সবাজারের চকরিয়া উপজেলার প্রথম শহীদ আহসান হাবীবের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এর নেতৃত্ব প্রশাসনের কর্মকর্তারা চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে শহীদ আহসান হাবীবের কবরে ফুল দিযে শ্রদ্ধা জানান। এ সময় প্রশাসনের কর্মকর্তারা শহীদ আহসান হাবীবের কবর জিয়ারত শেষে আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুবাইয়া আফরোজ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহিদুল আলম, সহকারী কমিশনার এম ইঞ্জারুল হক, কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস, চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামসহ উপজেলা ও থানা পুলিশ প্রশাসনের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা।

এ সময় শহীদ আহসান হাবীব এর পরিবারের সদস্যগন ছাড়াও ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ কুতুব উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিব উল্লাহ মিছবাহ ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত:২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কক্সবাজারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহসান হাবীব। তিনি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আছদআলী পাড়ার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী হেলাল উদ্দিনের ছেলে। আহসান হাবিব চকরিয়া সরকারি ডিগ্রি কলেজে তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি কক্সবাজার শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করতেন আহসান হাবীব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন