প্রতিনিধি, নোবিপ্রবি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে খাবারের মান বৃদ্ধি ও ভর্তুকি প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে হলে অবস্থানরত নারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় হল থেকে বের হয়ে আন্দোলন করতে দেখা যায় তাদের।
আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ হল ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। ন্যায্যমূল্যের তুলনায় বেশি দাম নেওয়া হচ্ছে। এ কারণে তারা ক্যান্টিনে তালা ঝুলিয়ে দেয় এবং ক্যান্টিন পরিচালকের অপসারণ দাবি জানায়। এ সময় তারা ‘হলে ভর্তুকি কই, প্রশাসন জবাব চাই’ ‘১ ২ ৩ ৪, ডাইনিং ম্যানেজার গদি ছাড়" “হলে গ্যাস নাই, প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীরা আরো জানান, ক্যান্টিন ম্যানেজার শিক্ষকদের কাছে অভিযোগ করেছেন যে ছাত্রীদের অনেকেই রুমে ইনডাকশন দিয়ে রান্না করেন। ফলে ক্যান্টিন আর্থিক ক্ষতির মুখে পড়ছে। তার অভিযোগের ভিত্তিতেই হল প্রভোস্ট বডি হলে তল্লাশি চালিয়ে কয়েকজন শিক্ষার্থীর রান্নার সরঞ্জাম জব্দ করে।
পরবর্তীতে হল প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস প্রদান করলে আন্দোলন সাময়িক স্থগিত করে শিক্ষার্থীরা।
এ বিষয়ে হল প্রভোস্ট ড. আবিদুর রহমান বলেন, ‘আমিসহ সকল সহকারী প্রভোস্টরা ছাত্রীদের সাথে খুব দ্রুত একটি মত বিনিময় সভার আয়োজন করবো এবং মতবিনিময় সভায় সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করবো। আর আমি অসুস্থ থাকায় আজকে হলে আসতে পারিনি।’
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে খাবারের মান বৃদ্ধি ও ভর্তুকি প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে হলে অবস্থানরত নারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় হল থেকে বের হয়ে আন্দোলন করতে দেখা যায় তাদের।
আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ হল ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। ন্যায্যমূল্যের তুলনায় বেশি দাম নেওয়া হচ্ছে। এ কারণে তারা ক্যান্টিনে তালা ঝুলিয়ে দেয় এবং ক্যান্টিন পরিচালকের অপসারণ দাবি জানায়। এ সময় তারা ‘হলে ভর্তুকি কই, প্রশাসন জবাব চাই’ ‘১ ২ ৩ ৪, ডাইনিং ম্যানেজার গদি ছাড়" “হলে গ্যাস নাই, প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীরা আরো জানান, ক্যান্টিন ম্যানেজার শিক্ষকদের কাছে অভিযোগ করেছেন যে ছাত্রীদের অনেকেই রুমে ইনডাকশন দিয়ে রান্না করেন। ফলে ক্যান্টিন আর্থিক ক্ষতির মুখে পড়ছে। তার অভিযোগের ভিত্তিতেই হল প্রভোস্ট বডি হলে তল্লাশি চালিয়ে কয়েকজন শিক্ষার্থীর রান্নার সরঞ্জাম জব্দ করে।
পরবর্তীতে হল প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস প্রদান করলে আন্দোলন সাময়িক স্থগিত করে শিক্ষার্থীরা।
এ বিষয়ে হল প্রভোস্ট ড. আবিদুর রহমান বলেন, ‘আমিসহ সকল সহকারী প্রভোস্টরা ছাত্রীদের সাথে খুব দ্রুত একটি মত বিনিময় সভার আয়োজন করবো এবং মতবিনিময় সভায় সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করবো। আর আমি অসুস্থ থাকায় আজকে হলে আসতে পারিনি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
১ ঘণ্টা আগেসমাবেশে জোবায়েদের সহপাঠী সজল খান বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা ও মাহির নয়, এই ঘটনায় বর্ষার পরিবারও জড়িত। গতকাল আদালতে আমাদের সঙ্গে পুলিশের আচরণ ছিল অমানবিক। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয়। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।”
২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনের মামলায় বুয়েটের ২১তম ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে জামিনের বিষয়ে অধিকতর শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন বিচার
২ ঘণ্টা আগে