গিনেস বুকে রেকর্ডের অপেক্ষায়

চবির পঞ্চম সমাবর্তনে হিট ও রেইন প্রুফ প্যান্ডেল

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৯: ২৫
আপডেট : ১৩ মে ২০২৫, ১৯: ২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলছে উৎসবমুখর প্রস্তুতি। আয়োজকরা জানাচ্ছেন, তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বিশেষ হিট ও রেইন প্রুফ প্যান্ডেল -যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিতে যাচ্ছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে বড় ও বহুল প্রতীক্ষিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে ২৩ হাজার গ্র্যাজুয়েটের অংশগ্রহণে এই আয়োজন শুধু চবির ইতিহাসেই নয়, এটি হতে পারে বিশ্বের অন্যতম বৃহৎ সমাবর্তন অনুষ্ঠান।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠজুড়ে এই বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে যাতে প্রচণ্ড রোদ কিংবা বৃষ্টিও বাধা হতে না পারে। পুরো মাঠজুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে হিট-প্রতিরোধী কভারিং সিস্টেম ও আধুনিক রেইনশেল্টার প্রযুক্তি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হায়াৎ হোসেন বলেন, ‘এত বড় আয়োজনের পেছনে একটি আবেগ কাজ করছে—প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসকে ঘিরে। তিনি চবির একজন প্রাক্তন শিক্ষক এবং নোবেলজয়ী। ২০০৬ সালে পুরস্কারপ্রাপ্তির পর থেকে চবি ক্যাম্পাসে তাকে আর দেখা যায়নি। অথচ পাশেই তার ক্ষুদ্রঋণ বিপ্লবের সূতিকাগার ঐতিহাসিক জোবরা গ্রাম।’

অন্যদিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও চবির সাবেক অধ্যাপক ড. নসরুল কদির বলেন, ‘ড. ইউনুস-ফোবিয়া তো আছেই, তবে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর যে নতুন গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, সেটি এই উৎসবমুখর সমাবর্তন আয়োজনের পেছনে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে।’

উল্লেখ্য, ১৯৯৪ সালে চবির প্রথম সমাবর্তনে অংশ নিয়েছিলেন প্রায় তিন হাজার গ্র্যাজুয়েট, যেখানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপর ১৯৯৮ সালে দ্বিতীয় সমাবর্তনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে সেবার গ্র্যাজুয়েট সংখ্যা ছিল মাত্র এক হাজারের মতো। তৃতীয় ও চতুর্থ সমাবর্তনেও উপস্থিতি ছিল সীমিত। এবারে সেই সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজারে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, এত বড় আকারের সমাবর্তনের সফল আয়োজন শুধু একটি বড় চ্যালেঞ্জ নয়, বরং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য।

এমএস

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত