
বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ফেসবুকে এডিটেড অশালীন ছবি পোস্ট এবং কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে সাংবাদিক মুজতবা খন্দকারসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহহরীন আমিন ভুঁইয়া মোনামী। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।
সোমবার শাহবাগ থানায় মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর। তিনি বলেন, মামলার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মামলার এজাহারে বলা হয়েছে, এক নম্বর আসামি সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার নিজের ফেসবুক আইডি থেকে শিক্ষক মোনামীর একটি ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন। ওই পোস্টে তিনি ক্যাপশন দেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি’।
এজাহারে আরো বলা হয়, দুই নম্বর আসামি লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ ভুক্তভোগীকে ‘যৌন-কল্পনার রসদ’ আখ্যা দিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড শেয়ার করে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন।
তৃতীয় আসামি ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন একটি নিউজ পোর্টালের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। চার নম্বর আসামি আশফাক হোসাইন ইভান তার ফেসবুক পোস্টে এডিট করা অশালীন ছবি পোস্ট করেছেন। মামলার এজাহারে প্রত্যেকের ফেসবুক আইডি ও সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়।
অভিযোগে আরো বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিভিন্ন ফেসবুক আইডি থেকে সেই ছবিগুলো ক্রমাগতভাবে এডিট করে পুনরায় পোস্ট করে যাচ্ছেন এবং শেহহরীন আমিন ভুঁইয়া মোনামী সম্পর্কে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করে তাকে সামাজিকভাবে উপহাস ও পীড়িত করছেন। শিক্ষক নিজ অফিস কক্ষে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখে বিরূপভাবে মানসিক আঘাত পেয়েছেন।
ভুক্তভোগী শিক্ষক শেহহরীন আমিন ভুঁইয়া মোনামী বলেন, ‘এভাবে ক্রমাগতভাবে আমার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা ও কুরুচিপূর্ণ মন্তব্যের ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলাটি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মামলা করার সময় ডাকসুর কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা উপস্থিত ছিলেন।

ফেসবুকে এডিটেড অশালীন ছবি পোস্ট এবং কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে সাংবাদিক মুজতবা খন্দকারসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহহরীন আমিন ভুঁইয়া মোনামী। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।
সোমবার শাহবাগ থানায় মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর। তিনি বলেন, মামলার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মামলার এজাহারে বলা হয়েছে, এক নম্বর আসামি সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার নিজের ফেসবুক আইডি থেকে শিক্ষক মোনামীর একটি ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন। ওই পোস্টে তিনি ক্যাপশন দেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি’।
এজাহারে আরো বলা হয়, দুই নম্বর আসামি লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ ভুক্তভোগীকে ‘যৌন-কল্পনার রসদ’ আখ্যা দিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড শেয়ার করে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন।
তৃতীয় আসামি ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন একটি নিউজ পোর্টালের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। চার নম্বর আসামি আশফাক হোসাইন ইভান তার ফেসবুক পোস্টে এডিট করা অশালীন ছবি পোস্ট করেছেন। মামলার এজাহারে প্রত্যেকের ফেসবুক আইডি ও সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়।
অভিযোগে আরো বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিভিন্ন ফেসবুক আইডি থেকে সেই ছবিগুলো ক্রমাগতভাবে এডিট করে পুনরায় পোস্ট করে যাচ্ছেন এবং শেহহরীন আমিন ভুঁইয়া মোনামী সম্পর্কে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করে তাকে সামাজিকভাবে উপহাস ও পীড়িত করছেন। শিক্ষক নিজ অফিস কক্ষে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখে বিরূপভাবে মানসিক আঘাত পেয়েছেন।
ভুক্তভোগী শিক্ষক শেহহরীন আমিন ভুঁইয়া মোনামী বলেন, ‘এভাবে ক্রমাগতভাবে আমার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা ও কুরুচিপূর্ণ মন্তব্যের ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলাটি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মামলা করার সময় ডাকসুর কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা উপস্থিত ছিলেন।

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৪৭২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৭২ হাজার ৮২২ জনে দাঁড়িয়েছে।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ও ইসকন ঘনিষ্ঠ কুশল বরণ চক্রবর্ত্তীকে পদোন্নতি দিতে মরিয়া হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্ত্বেও এসবের তোয়াক্কা করে আগামীকাল মঙ্গলবার পদোন্নতি বোর্ড বসাচ্ছে প্রশাসন। চলতি বছরের ৪ জুলাই কুশল বরণের পদোন্নতিতে
৬ ঘণ্টা আগে
সোমবার সকালে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের স্কাইলাইন রেস্টুরেন্টে আইএসপিএবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
সাইবার নিরাপত্তা বোঝার জন্য হ্যাকারদের ব্যবহৃত প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। হ্যাকাররা বিভিন্ন ধরনের সফটওয়্যার, টুলস এবং কৌশল ব্যবহার করে সিস্টেমে অনুপ্রবেশ করে এবং তথ্য চুরি করে। এই প্রযুক্তিগুলো বৈধ নিরাপত্তা পরীক্ষার জন্যও ব্যবহৃত হয়।
৯ ঘণ্টা আগে