খালেদা জিয়া ও তারেক রহমানের আসনে জামায়াত প্রার্থী কারা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২১: ১৬
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ২৩: ৫৫

প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। দলটির ঘোষণা অনুযায়ী দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া - ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে ইতোমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী এই আসনগুলোতে আগেই সাম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার আসনে জামায়াতের প্রার্থী যারা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দিনাজপুর- ৩ (সদর) আসনে নির্বাচন করবেন। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনীত হয়েছেন, দলটির দিনাজপুর জেলা ইউনিটের সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম।

বেগম খালেদা জিয়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনেও লড়বেন বলে বিএনপি থেকে জানানো হয়েছে। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী করা হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানীকে।

এছাড়াও বিএনপির চেয়ারপার্সন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর সংসদীয় আসন ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) এ নির্বাচন করবেন। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সুপ্রিম কোর্টের এডভোকেট এসএম কামাল উদ্দিনকে।

তারেক রহমানের আসনে জামায়াতের প্রার্থী যিনি

আসন্ন নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া - ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী করা হয়েছে আবিদুর রহমান সোহেলকে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত