রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৭টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায়- ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৮৯৯ ভোট পেয়ে অন্যান্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন। এ হলে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩০০ ভোট।
জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্যে’র সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৮৭৩। শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৩৮০ ভোট।
এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সালমান সাব্বির পেয়েছেন ৪৯৫ ভোট। একই পদে ছাত্রদলের সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫১৭ ভোট।

