প্রতিনিধি, জবি
গাজায় চলমান মানবিক সংকট ও গণহত্যার বিরুদ্ধে অভিনব এক শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে ‘বিশ্বের সবচেয়ে বড় শোক বই’ তৈরির উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের মানবিক সংগঠন মোরাল প্যারেন্টিং পরিবার। এই উদ্যোগে অংশ নিয়ে সারা দেশের মানুষ লিখছেন নিজ হাতে শোক, প্রতিবাদ ও মানবতার বার্তা।
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় ‘শোক বই লেখা’ কর্মসূচি। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের শোকবার্তা ও প্রতিবাদের ভাষা লিখে জমা দেন।
এর আগে ২৫ জুন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বুথ বসিয়ে শোক ফর্ম সংগ্রহ শুরু করে সংগঠনটি। এখন পর্যন্ত সারা দেশে ৮ হাজারের বেশি মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
বিশ্ববিদ্যালয়গুলো থেকে মন্তব্য ফর্ম সংগ্রহের পরিসংখ্যানে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৩ হাজার ২০০, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ৯০০, হাবিপ্রবি থেকে ১ হাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৩২০, ডুয়েটে ৪০০ জন মন্তব্য জমা দিয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ফর্ম জমা পড়েছে।
প্রতিটি অংশগ্রহণকারী নিজের নাম, ঠিকানা ও স্বাক্ষরসহ হাতে লেখা বার্তা জমা দিচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১০ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম চলবে।
এই উদ্যোগের মাধ্যমে সংগৃহীত বার্তাগুলো পরবর্তীতে দেশের খ্যাতনামা বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী ও সেলিব্রেটিদের বক্তব্যসহ একটি পূর্ণাঙ্গ শোক বই হিসেবে প্রকাশ ও সংরক্ষণ করা হবে ঢাকার একটি জাতীয় পাবলিক লাইব্রেরিতে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফজলে রাব্বি বলেন, ‘এই বই মানবতার পক্ষে আমাদের অবস্থানের নীরব কিন্তু শক্তিশালী দলিল হয়ে থাকবে। আমরা কলমের ভাষায় শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চাই।’
গণহত্যা ও মানবতার বিপর্যয়ের বিরুদ্ধে এ উদ্যোগটি মানবিক ও শান্তিপূর্ণ প্রতিবাদের এক ব্যতিক্রমধর্মী উদাহরণ হয়ে উঠছে, যা ইতিহাসে সাক্ষ্য হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গাজায় চলমান মানবিক সংকট ও গণহত্যার বিরুদ্ধে অভিনব এক শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে ‘বিশ্বের সবচেয়ে বড় শোক বই’ তৈরির উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের মানবিক সংগঠন মোরাল প্যারেন্টিং পরিবার। এই উদ্যোগে অংশ নিয়ে সারা দেশের মানুষ লিখছেন নিজ হাতে শোক, প্রতিবাদ ও মানবতার বার্তা।
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় ‘শোক বই লেখা’ কর্মসূচি। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের শোকবার্তা ও প্রতিবাদের ভাষা লিখে জমা দেন।
এর আগে ২৫ জুন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বুথ বসিয়ে শোক ফর্ম সংগ্রহ শুরু করে সংগঠনটি। এখন পর্যন্ত সারা দেশে ৮ হাজারের বেশি মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
বিশ্ববিদ্যালয়গুলো থেকে মন্তব্য ফর্ম সংগ্রহের পরিসংখ্যানে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৩ হাজার ২০০, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ৯০০, হাবিপ্রবি থেকে ১ হাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৩২০, ডুয়েটে ৪০০ জন মন্তব্য জমা দিয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ফর্ম জমা পড়েছে।
প্রতিটি অংশগ্রহণকারী নিজের নাম, ঠিকানা ও স্বাক্ষরসহ হাতে লেখা বার্তা জমা দিচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১০ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম চলবে।
এই উদ্যোগের মাধ্যমে সংগৃহীত বার্তাগুলো পরবর্তীতে দেশের খ্যাতনামা বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী ও সেলিব্রেটিদের বক্তব্যসহ একটি পূর্ণাঙ্গ শোক বই হিসেবে প্রকাশ ও সংরক্ষণ করা হবে ঢাকার একটি জাতীয় পাবলিক লাইব্রেরিতে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফজলে রাব্বি বলেন, ‘এই বই মানবতার পক্ষে আমাদের অবস্থানের নীরব কিন্তু শক্তিশালী দলিল হয়ে থাকবে। আমরা কলমের ভাষায় শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চাই।’
গণহত্যা ও মানবতার বিপর্যয়ের বিরুদ্ধে এ উদ্যোগটি মানবিক ও শান্তিপূর্ণ প্রতিবাদের এক ব্যতিক্রমধর্মী উদাহরণ হয়ে উঠছে, যা ইতিহাসে সাক্ষ্য হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৩৪ মিনিট আগেসমাবেশে জোবায়েদের সহপাঠী সজল খান বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা ও মাহির নয়, এই ঘটনায় বর্ষার পরিবারও জড়িত। গতকাল আদালতে আমাদের সঙ্গে পুলিশের আচরণ ছিল অমানবিক। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয়। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।”
১ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনের মামলায় বুয়েটের ২১তম ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে জামিনের বিষয়ে অধিকতর শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন বিচার
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
২ ঘণ্টা আগে