আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

প্রতিনিধি, ইবি
ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হুসাইন তুষারকে আটক করে পুলিশে দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

রোববার (১২ অক্টোবর) বেলা দেড়টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশে সোপর্দ করে।

আটক তুষার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থী ও ইবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।

জানা যায়, বেলা সাড়ে ১২টা নাগাদ তুষার অর্থনীতি বিভাগের মাস্টার্স ক্লাসে ঢুকতে চেষ্টা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দেখতে পেয়ে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল এবং অন্যান্য সংগঠনের উপস্থিতিতে তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের ওই নেতাকে শিক্ষার্থীরা ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। আমরা তাকে ইবি থানায় সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

এদিকে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘তুষার বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন নির্দেশ দেবে, আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন