
প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে শৃঙ্খলা ও নির্বাচনি পরিবেশ বজায় রাখার জন্য সকল ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল সংসদ নির্বাচনের নির্বাচনি আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের আগের দিন থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ক্যাম্পাসে কোনো সামাজিক, সাংস্কৃতিক কিংবা কল্যাণমূলক কার্যক্রম আয়োজন করা যাবে না।
এছাড়া নির্বাচনি আচরণবিধির ৬ (ঘ) ধারায় উল্লিখিত নিষেধাজ্ঞা অনুযায়ী নির্বাচনি প্রচারণায় কোনো বহিরাগত ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশ নিতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা রিটার্নিং কর্মকর্তার অনুমোদিত বিশেষ পরিচয়পত্র গ্রহণ সাপেক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো পূর্ণ প্যানেলের পক্ষে সর্বোচ্চ ৫০ জন, আংশিক প্যানেলের পক্ষে প্রতি প্রার্থী ২ জন এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সর্বোচ্চ ২ জন বিশেষ পরিচয়পত্র নিতে পারবেন। এই পরিচয়পত্র একবারই ইস্যু করা হবে এবং নির্বাচনি প্রচারণা চলাকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে শৃঙ্খলা ও নির্বাচনি পরিবেশ বজায় রাখার জন্য সকল ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল সংসদ নির্বাচনের নির্বাচনি আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের আগের দিন থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ক্যাম্পাসে কোনো সামাজিক, সাংস্কৃতিক কিংবা কল্যাণমূলক কার্যক্রম আয়োজন করা যাবে না।
এছাড়া নির্বাচনি আচরণবিধির ৬ (ঘ) ধারায় উল্লিখিত নিষেধাজ্ঞা অনুযায়ী নির্বাচনি প্রচারণায় কোনো বহিরাগত ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশ নিতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা রিটার্নিং কর্মকর্তার অনুমোদিত বিশেষ পরিচয়পত্র গ্রহণ সাপেক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো পূর্ণ প্যানেলের পক্ষে সর্বোচ্চ ৫০ জন, আংশিক প্যানেলের পক্ষে প্রতি প্রার্থী ২ জন এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সর্বোচ্চ ২ জন বিশেষ পরিচয়পত্র নিতে পারবেন। এই পরিচয়পত্র একবারই ইস্যু করা হবে এবং নির্বাচনি প্রচারণা চলাকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা এবং দেশব্যাপী বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এই ধরনের কার্যকলাপ জনগণের নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত করছে। এই ধরনের অগ্নি-সন্ত্রাস রুখতেই ইসলামী ছাত্রশিবির এই অবস্থান কর্মসূচি পালন করছে।
৯ ঘণ্টা আগে
ফোন ব্যবহার করতে করতে এক সময় অ্যাপ খুলতে সময় নিচ্ছে, ভিডিও ল্যাগ করছে বা গেম খেলার সময় হ্যাং হয়ে যাচ্ছে। ফোন স্লো হয়ে গেছে। খুব সাধারণ কিছু পরিবর্তন করলেই আপনার ফোন আগের চেয়ে অনেক দ্রুত কাজ করতে পারে।
৯ ঘণ্টা আগে
আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ সামনে রেখে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে সবধরনের ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৯ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর (বৃহস্পতিবার, রোববার ও সোমবার) তারিখে।
১১ ঘণ্টা আগে