কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) গঠনতন্ত্র বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আটকে আছে। ইউজিসি জানিয়েছে, গঠনতন্ত্রটিরকাজ সম্পন্ন করতে আরও তিন সপ্তাহ মতো সময় প্রয়োজন হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কুকসুর গঠনতন্ত্র সিন্ডিকেটে অনুমোদনের পর গত ১৭ নভেম্বর ইউজিসিতে ডাক ও চিঠির মাধ্যমে পাঠানো হয়। তবে এখনো ইউজিসি থেকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যায়নি।
ইউজিসি সূত্র জানায়, ১৭ নভেম্বর পাঠানো গঠনতন্ত্রটি তারা রিসিভ করেছে ২০ নভেম্বর। এরপর এটি ইউজিসির লিগ্যাল টিমের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিষ্পত্তি হয়ে অনুমোদন ফিরতে প্রায় ২১ দিন সময় লাগতে পারে।
গঠনতন্ত্র ইউজিসিতে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা দ্রুত অনুমোদন দিয়ে কুকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন।
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাহিম বলেন, এখনো পর্যন্ত কুকসুর কোনো আপডেট নেই। নির্বাচন কখন হবে তাও কেউ জানে না। সিন্ডিকেটে পাস হওয়ার পরও ইউজিসিতে আটকে থাকা অত্যন্ত দুঃখজনক। দ্রুত অনুমোদন দিয়ে শিক্ষা-মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমেদ ফয়সাল বলেন, একদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন রোডম্যাপ দিচ্ছে না, অন্যদিকে ইউজিসিতে গঠনতন্ত্র আটকে আছে। জাতীয় নির্বাচনের আগে কুকসু নির্বাচন দিতে হবে, সেটা যেভাবেই হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক কুকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির এক সদস্য বলেন, “ইউজিসি চাইলে এক সপ্তাহেই কাজ শেষ করতে পারে। সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। এখানে বড় ধরনের পরিবর্তনও নেই।”
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, "আজকে ইউজিসির সাথে সাক্ষাৎকার রয়েছে এরপর বলতে পারব।
এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান আমার দেশকে জানান, গঠনতন্ত্রটি লিগ্যাল সেলে পরবর্তী কার্যক্রম করার জন্য পারমিশন চেয়েছি এবং ওখানে পাঠানো হয়েছে। ইউজিসি কাজ সম্পন্ন হলেই মূলত কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু শেষ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। এরপর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

