স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) সোমবার, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ডিনস অ্যাওয়ার্ড সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ সফলতার জন্য অনুপ্রাণিত করা। এদিন মোট পাঁচটি অনুষদের ২০২ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মো. ইমারুল হক জোয়ার্দ্দার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা যে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করছেন, তার স্বীকৃতি আজ এই ডিনস অ্যাওয়ার্ড। আশা করি এটি আপনাদেরকে আরও উচ্চ লক্ষ্য অর্জনের জন্য প্রেরণা জোগাবে।"
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব আহমেদ হোসেন। তিনি বলেন, "একাডেমিক স্বীকৃতি শুধু অর্জনের আনন্দ নয়, বরং এটি আপনাদেরকে আরও কঠোর পরিশ্রম এবং নতুন উচ্চতায় পৌঁছানোর প্রেরণা দেবে। আজকের দিনটি আপনার জীবনের এক গর্বের মুহূর্ত।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, " শিক্ষার্থীদের এই সাফল্য প্রমাণ করে যে অধ্যবসায় ও সততা প্রতিশ্রুতির সঙ্গে মিলিত হলে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব। ডিনস অ্যাওয়ার্ড একটি মূল্যবান স্বীকৃতি, যা শিক্ষার্থীদের একাডেমিক যাত্রাকে আরও সমৃদ্ধ করবে।"
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা প্রফেসর মো. আবু সালেহ। তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, "আজকে যে পুরস্কার আপনারা অর্জন করেছেন, তা কেবল আপনার যাত্রার শুরু। যদি অনুশীলন ও অধ্যবসায় অব্যাহত রাখেন, তবে আপনি সাফল্যের সর্বোচ্চ শিখর স্পর্শ করতে সক্ষম হবেন।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিনস অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান। তিনি বলেন, "ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উৎকর্ষের প্রতি উৎসাহ জোগাবে। আমরা আশা করি এটি তাদের আগামী দিনে নতুন চ্যালেঞ্জ গ্রহণের প্রেরণা হবে।"
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা জানান, ডিনস অ্যাওয়ার্ড পাওয়া তাদের একাডেমিক জীবনের জন্য গর্বের মুহূর্ত এবং এটি তাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে এবং ভবিষ্যতে বড় সাফল্য অর্জনের জন্য অনুপ্রাণিত করবে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) সোমবার, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ডিনস অ্যাওয়ার্ড সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ সফলতার জন্য অনুপ্রাণিত করা। এদিন মোট পাঁচটি অনুষদের ২০২ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মো. ইমারুল হক জোয়ার্দ্দার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা যে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করছেন, তার স্বীকৃতি আজ এই ডিনস অ্যাওয়ার্ড। আশা করি এটি আপনাদেরকে আরও উচ্চ লক্ষ্য অর্জনের জন্য প্রেরণা জোগাবে।"
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব আহমেদ হোসেন। তিনি বলেন, "একাডেমিক স্বীকৃতি শুধু অর্জনের আনন্দ নয়, বরং এটি আপনাদেরকে আরও কঠোর পরিশ্রম এবং নতুন উচ্চতায় পৌঁছানোর প্রেরণা দেবে। আজকের দিনটি আপনার জীবনের এক গর্বের মুহূর্ত।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, " শিক্ষার্থীদের এই সাফল্য প্রমাণ করে যে অধ্যবসায় ও সততা প্রতিশ্রুতির সঙ্গে মিলিত হলে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব। ডিনস অ্যাওয়ার্ড একটি মূল্যবান স্বীকৃতি, যা শিক্ষার্থীদের একাডেমিক যাত্রাকে আরও সমৃদ্ধ করবে।"
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা প্রফেসর মো. আবু সালেহ। তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, "আজকে যে পুরস্কার আপনারা অর্জন করেছেন, তা কেবল আপনার যাত্রার শুরু। যদি অনুশীলন ও অধ্যবসায় অব্যাহত রাখেন, তবে আপনি সাফল্যের সর্বোচ্চ শিখর স্পর্শ করতে সক্ষম হবেন।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিনস অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান। তিনি বলেন, "ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উৎকর্ষের প্রতি উৎসাহ জোগাবে। আমরা আশা করি এটি তাদের আগামী দিনে নতুন চ্যালেঞ্জ গ্রহণের প্রেরণা হবে।"
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা জানান, ডিনস অ্যাওয়ার্ড পাওয়া তাদের একাডেমিক জীবনের জন্য গর্বের মুহূর্ত এবং এটি তাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে এবং ভবিষ্যতে বড় সাফল্য অর্জনের জন্য অনুপ্রাণিত করবে।
আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
২ ঘণ্টা আগেসংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
২ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৪ ঘণ্টা আগে