চাকসু নির্বাচন: সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৫: ১৪
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৭: ১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের সাড়ে চার ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ। এ সময়ে ভোট পড়েছে প্রায় ১১ হাজার।

বুধবার দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার জি এইচ হাবীব।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার সকাল ৯টায় ভোট শুরুর কথা ছিল। তবে শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়।

নির্বাচন কমিশনার জি এইচ হাবীব বলেন, সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্র ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। নির্বাচনের নিরাপত্তায় পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ২৫০টি সিসি ক্যামেরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত