আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু রোববার

প্রতিনিধি, বেরোবি

ব্রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু রোববার

‎রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম রোববার থেকে সংগ্রহ করা যাবে। শেষ হবে সোমবার। গত বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৩০ নভেম্বর থেকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। এর পরদিন ১ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন ফরম বিতরণ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম নেওয়া যাবে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম নির্বাচন কমিশন কার্যালয় থেকে এবং হল সংসদের ফরম সংশ্লিষ্ট হল থেকে সংগ্রহ করতে হবে।

জানা যায়, ব্রাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী ২৭ নভেম্বর মনোনয়ন তোলার প্রথম দিন হলেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে না পারায় মনোনয়ন ফরম তুলতে পারেনি কেউ। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় দেখা হয়।

‎নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, মনোনয়ন ফরম তোলার সময় বাড়বে না। ফরম তো ইচ্ছে করলে একদিনেই নেওয়া যায়। যেহেতু দুদিন সময়, তাই যাদের ইচ্ছে এ সময়েই তুলতে পারবে। তারপরও যদি মনে হয়, তাহলে আমরা চিন্তা করে রেখেছি যদিও সিদ্ধান্ত হয়নি মঙ্গলবার ফরম বিতরণ ও জমাদান দুটিই রাখতে পারি। এতে আর কোনো সমস্যা হবে না।

ব্রাকসু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন থেকে অনশন, সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। নির্বাচনের কারণে শীতকালীন ছুটি পিছিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন