গত দুই দিনে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পজনিত আতঙ্কের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল রোববার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে।
শনিবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য বলেন, “গত দুই দিনে পরপর ভূমিকম্পে সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আমাদের কিছু ভবনও ঝুঁকিপূর্ণ। মানসিকভাবে সবাই কঠিন সময় পার করছে। এই অবস্থায় অনেক শিক্ষার্থী ক্লাস বা পরীক্ষায় অংশ নেওয়ার মানসিক অবস্থায় নেই। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল রবিবার সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে জকসুর নির্বাচনী কার্যক্রম যথারীতি চলবে। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।”
এদিকে ক্লাস–পরীক্ষা বন্ধের ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটে শিক্ষার্থীদের পরিবহন সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জবি পরিবহন অফিস।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, “অনিবার্য কারণবশত আগামীকাল রোবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রীদের সকল পরিবহন বন্ধ থাকবে। শিক্ষক–কর্মকর্তাগণের গাড়ি যথারীতি চলবে।”
এসআর

