আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জবিতে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি, জবি

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জবিতে শীতবস্ত্র বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে ক্যাম্পাস ও আশপাশের এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উদ্যোক্তা মো. মোস্তাফিজুর রহমান রুমি নিজেই।

বিজ্ঞাপন

এ সময় মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরো বলেন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রী যে আপোসহীন সংগ্রাম করেছেন, তার অসমাপ্ত লড়াই আমরা সন্তান হিসেবে ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাবো।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন