ভিপি প্রার্থী আব্দুল কাদের

ভোটকেন্দ্র ও আচরণবিধিতে অনিয়ম, ইসি কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৬: ০৪

বাগছাসের প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) কৃত্রিম সংকট তৈরী করছে। তিনি বলেন, “ভোটকেন্দ্র ও আচরণবিধিতে অনিয়ম রয়েছে, অথচ ইসি কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় নির্বাচন কমিশনারের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

আব্দুল কাদের অভিযোগ করে বলেন, গত তিন মাস ধরে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন মিটিং-মিটিং খেলা খেলছে। আমরা আনুষ্ঠানিকভাবে মিটিংয়ে গিয়েছি, কিন্তু তারা কেবল নিজেদের কথা বলেছেন, আমাদের কথা শোনেননি। এর প্রভাব এখন গঠনতন্ত্র ও আচরণবিধিতে দেখা যাচ্ছে। আচরণবিধি লঙ্ঘন হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আচরণবিধি দুর্বোধ্য এবং অস্পষ্ট।

তিনি আরো বলেন, নারীদের তিনটি হলের ভোট একটি কেন্দ্রে নেওয়া হবে। টিএসসির মতো স্থানে ১৭৬টি ভোটকেন্দ্র করা হয়েছে। ভোটার সংখ্যা ৩৯ হাজার। অথচ একটি কেন্দ্রে ঘণ্টায় সর্বোচ্চ ১২টি ভোট গ্রহণ সম্ভব। ডাকসুর ব্যালট পাঁচ পৃষ্ঠার, আর হল সংসদের ব্যালট এক পৃষ্ঠার। একজন ভোটারকে প্রার্থী চিহ্নিত করতে কমপক্ষে ১০ মিনিট সময় লাগবে। এ অবস্থায় একটি কেন্দ্রে সর্বোচ্চ ১৫-২০ হাজার ভোট গণনা করা সম্ভব হবে, বাকি ৩০ হাজার ভোট গণনার বাইরে থেকে যাবে। নারী শিক্ষার্থীরা এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হবেন।

ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে আয়োজনের দাবি জানিয়ে কাদের বলেন, “এবার অনেক প্রার্থী দাঁড়িয়েছেন। কিন্তু একই সময়ে অনেক অনুষদে পরীক্ষা চলছে। আমরা প্রশ্ন তুললে চিফ রিটার্নিং অফিসার বলেছেন পরীক্ষা বন্ধ করা সম্ভব নয়। অথচ ডাকসু নির্বাচন প্রাণবন্ত করতে হলে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং আমাদের শঙ্কাগুলো বিবেচনা করতে হবে।”

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত