আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাবি ও সাত কলেজের আনুষ্ঠানিক পৃথকীকরণ, সকল তথ্য হস্তান্তর

প্রতিনিধি, ঢাবি
ঢাবি ও সাত কলেজের আনুষ্ঠানিক পৃথকীকরণ, সকল তথ্য হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের আনুষ্ঠানিক পৃথকীকরণ সম্পন্ন হয়েছে। প্রশাসনিক, অ্যাকাডেমিক ও আর্থিক সব দায়িত্বের পাশাপাশি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষা বাবদ সংগৃহীত ফি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এসব দায়িত্ব ও তথ্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তবর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে হস্তান্তর করেন। এর মাধ্যমে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ প্রক্রিয়ার চূড়ান্ত পর্ব সম্পন্ন হলো।

তথ্য হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা এবং সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পৃথকীকরণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন