তিন দফা দাবিতে
প্রতিনিধি, ববি
অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের পাশেই রাতে ঘুমালেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। গতকাল (বৃহস্পতিবার) রাত ১২ টার দিকে নানাভাবে বুঝিয়ে শিক্ষার্থীদের অনশন না ভাঙ্গাতে পেরে সেখানেই তাদের সাথে রাতে মশারি টানিয়ে ঘুমান অন্তর্বর্তীকালীন ববি উপাচার্য।
এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় ৩ দফা দাবিতে আমরণ অনশনে বসেন ৬ ববি শিক্ষার্থী। তাদের ৩ দফা দাবি হলো: ১. দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন। ২. ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি। ৩. সকল শিক্ষার্থীর জন্য শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণ।
অনশনে বসা শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী
শরমিলা জামান সেঁজুতি, আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান, একাউন্টটিং বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল ও রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ অবকাঠামো উন্নয়ন নিয়ে আন্দোলন করে আসছি৷ কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। আমরা কোনো উপায় না পেয়ে আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।
অনশনরত ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করেও কর্তৃপক্ষের টনক নড়েনি, তাই এবার অনশনে বসেছি। জনভোগান্তি এড়াতে আমরা সড়ক অবরোধও করিনি। এখন চাই, কর্তৃপক্ষ আমাদের কাছে এসে জবাবদিহি করুক। দাবি না মানা পর্যন্ত আমরা অনশনে থাকবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমাদের উন্নয়ন কার্যক্রম চলমান। জমি অধিগ্রহণের নানা ধাপ এগোচ্ছে। আস্থার সংকটের কারণে অনশন পর্যন্ত পৌঁছেছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম আমার দেশকে বলেন, অনশনরত শিক্ষার্থীদের মধ্যে দুজন নারী শিক্ষার্থীও রয়েছে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এবং একজন অভিভাবক হিসেবেই আমি রাতে সেখানে অবস্থান করেছি। তিন দফা দাবির সবগুলোর কার্যক্রমই চলমান, তবে এগুলো সময়সাপেক্ষ এবং মন্ত্রণালয়ের কিছু বিষয় রয়েছে, আশা করছি খুব দ্রুতই বিষয়গুলো সমাধান হবে।
এদিকে গণ- অনশন শুরুর ১৫ ঘণ্টা পেরোলেও এখন পর্যন্ত ইউজিসি কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে এখনো কোনো যোগাযোগ করা হয়নি। বিষয়টিকে আন্দোলনকারীদের অবহেলা বলেই দেখছেন তারা।
উল্লেখ্য, গত ৩৭ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তিন দফা দাবি হলো যথাক্রমে,অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কার।
অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের পাশেই রাতে ঘুমালেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। গতকাল (বৃহস্পতিবার) রাত ১২ টার দিকে নানাভাবে বুঝিয়ে শিক্ষার্থীদের অনশন না ভাঙ্গাতে পেরে সেখানেই তাদের সাথে রাতে মশারি টানিয়ে ঘুমান অন্তর্বর্তীকালীন ববি উপাচার্য।
এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় ৩ দফা দাবিতে আমরণ অনশনে বসেন ৬ ববি শিক্ষার্থী। তাদের ৩ দফা দাবি হলো: ১. দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন। ২. ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি। ৩. সকল শিক্ষার্থীর জন্য শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণ।
অনশনে বসা শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী
শরমিলা জামান সেঁজুতি, আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান, একাউন্টটিং বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল ও রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ অবকাঠামো উন্নয়ন নিয়ে আন্দোলন করে আসছি৷ কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। আমরা কোনো উপায় না পেয়ে আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।
অনশনরত ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করেও কর্তৃপক্ষের টনক নড়েনি, তাই এবার অনশনে বসেছি। জনভোগান্তি এড়াতে আমরা সড়ক অবরোধও করিনি। এখন চাই, কর্তৃপক্ষ আমাদের কাছে এসে জবাবদিহি করুক। দাবি না মানা পর্যন্ত আমরা অনশনে থাকবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমাদের উন্নয়ন কার্যক্রম চলমান। জমি অধিগ্রহণের নানা ধাপ এগোচ্ছে। আস্থার সংকটের কারণে অনশন পর্যন্ত পৌঁছেছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম আমার দেশকে বলেন, অনশনরত শিক্ষার্থীদের মধ্যে দুজন নারী শিক্ষার্থীও রয়েছে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এবং একজন অভিভাবক হিসেবেই আমি রাতে সেখানে অবস্থান করেছি। তিন দফা দাবির সবগুলোর কার্যক্রমই চলমান, তবে এগুলো সময়সাপেক্ষ এবং মন্ত্রণালয়ের কিছু বিষয় রয়েছে, আশা করছি খুব দ্রুতই বিষয়গুলো সমাধান হবে।
এদিকে গণ- অনশন শুরুর ১৫ ঘণ্টা পেরোলেও এখন পর্যন্ত ইউজিসি কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে এখনো কোনো যোগাযোগ করা হয়নি। বিষয়টিকে আন্দোলনকারীদের অবহেলা বলেই দেখছেন তারা।
উল্লেখ্য, গত ৩৭ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তিন দফা দাবি হলো যথাক্রমে,অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে